ঊষসী (মডেল) |
সম্বরণ বন্দ্যোপাধ্যায়
(ক্রিকেটার) |
শুভশ্রী (অভিনেত্রী) |
এই ছুটিতে প্রথমে যাব পুণে। ওখানে একটা অনুষ্ঠানের বিচারক হয়ে যাচ্ছি। সেখান থেকে যাব নাসিক। খুব সুন্দর জায়গা। আমার খুব পছন্দের। ভাল করে বেড়ানোও যাবে। ওখানে সুলা ওয়াইন ফেস্টিভ্যালে যাব। অনেক বন্ধুবান্ধবও থাকবে আমার সঙ্গে। বন্ধুদের সঙ্গে ফুল
অন মস্তি করব। |
আজ সুন্দরবনে ঢুকে গিয়েছি। বহু বছর ধরে বাঘ দেখার শখ। আশা করছি এ বার দেখতে পাব। বাঘ আর জল, দু’টোই আকর্ষণ। লেক ক্লাবের কিছু মেম্বার আমার সঙ্গে এসেছে। এরাও খুব এক্সাইটেড। এই দু’ দিনের জন্য আমি কোচিং ক্যাম্পের বাইরে। ক্রিকেট দেখার বাইরে। ধোনিরা খেলুক ওয়ান ডে। আমার লক্ষ্যে বাঘ। |
পুরো উইক এন্ডটা জুড়েই শুটিং। আর কাল পর্যন্ত তো শান্তিনিকেতনেই আছি। জায়গাটা তো খুবই সুন্দর। ঘরের কাছে এ রকম একটা জায়গায় শুটিং হলে এমনিতেই এক ধরনের বেড়ানো হয়ে যায়। তার পর রবিবার যাচ্ছি উত্তরবঙ্গ। সঙ্গে দেব আছে। ওর সঙ্গে আড্ডা মারতে মারতে বেড়ানোর মুডেই শুটিং করব। |
সুব্রত মৈত্র (চিকিৎসক) |
পাওলি (অভিনেত্রী) |
অঙ্কুশ (অভিনেতা) |
আমার জীবনে ঠিক উইক এন্ড ছুটি কাটানো ব্যাপারটা নেই। আমি যেটা করি, উইক এন্ড মেডিকেল সার্ভিসের মাধ্যমে রিল্যাক্সেশন। সুন্দরবনে যাব পঞ্চাশ জনকে নিয়ে। দু’টো নৌকো করে ঘুরব। এর আগেও এসেছি অনেক বার। কোনও দিন বাঘ দেখিনি। কিন্তু নৌকো করে নদীর ওপর দিয়ে যাওয়াটা খুব ডিস্ট্রেসিং। আমার বেড়ানো ওটাতেই হয়ে যায়। |
নাহ্। আমার আর ছুটি কাটানো হল না। সবে মুম্বই থেকে এসেছি। এসেই কাজ আর কাজ। উইক এন্ডে অঞ্জন দাসের নতুন ছবির শুটিং চলবে। ফোটোশুট রয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে। স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে স্ক্রিপ্ট রিডিং আছে। ছুটির জন্য এপ্রিলের দিকে তাকিয়ে আছি। তখন যাচ্ছি ইজিপ্ট। |
এমনিতে তো সব সময় ব্যস্ত থাকি শ্যুটিং-জিম-রিহার্সালে। টানা দু’দিনের এই ছুটিটা আমার কাছে বাড়তি পাওনা। তাই ভাবছি বর্ধমানে যাব। ওখানে কাকারা আছেন। একটা ফ্যামিলি গেট-টুগেদার হয়ে যাবে। ভাইবোনেদের সঙ্গে তেমন তো দেখাসাক্ষাৎ হয় না। ওই দু’দিন চুটিয়ে আড্ডা মারব ওদের সঙ্গে। |