থানার মধ্যে হেনস্থা হয়েও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে তাঁরা হলদিবাড়ি শহরের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুললেন। শনিবার রাতে দলের তরফে এক প্রতিনিধি দল হলদিবাড়ি থানার আইসির সঙ্গে দেখা করে ক্ষোভের কথা জানান। শনিবার হলদিবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি তরুণ দত্তের নেতৃত্বে ওই প্রতিনিধিরা থানায় গিয়ে আইসির সঙ্গে কথা বলেন। সেখানে ছিলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ, কাউন্সিলার আমলেন্দু লাহিড়ি এবং গৌতম ভট্টাচার্য, ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ রায় প্রমুখ। ব্লক কংগ্রেস সভাপতি বলেন, “হলদিবাড়ি থানার মধ্যে পুলিশ মার খেয়েও কোনও ব্যবস্থা নেয়নি। ওই পরিস্থিতিতে সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা কোথায়! পুলিশ নিজেই নিরাপত্তার সমস্যায় ভুগছে।” অভিযোগ, গত শুক্রবার রাতে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সুব্রত বসু দলবল নিয়ে থানার ঢুকে একজন অফিসারকে হেনস্থা করেন। ওই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুব্রতবাবু তৃণমূলের ব্লক সভাপতি হলেও পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তিনি কেমন করে এখনও পুরসভায় কংগ্রেস দলের সদস্য হিসেবে আছেন। পুরসভার চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা গৌরাঙ্গ নাগ বলেন, “ওই বিষয়ে দল যা ব্যবস্থা নেবে সেটাই মেনে নেওয়া হবে।” ব্লক কংগ্রেস সভাপতি মৌখিকভাবে দলের জেলা সভাপতি শ্যামল চৌধুরীকে ঘটনার কথা জানান। শ্যামলবাবু বলেন, “ব্লক সভাপতির কাছে রিপোর্ট চেয়েছি। সেটা হাতে পেলে দলের সিদ্ধান্ত পুরসভার চেয়ারম্যানকে জানানো হবে।”
|
নতুন রেলপথের জন্য জমি নিতে গেলে উপযুক্ত ক্ষতিপুরণের দাবিতে অনশন বুধবার চার দিনে পড়ল। অনশনকারীদের ম ৯ জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে আন্দোলনকারী কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি দাবি করেছে। ২১ সদস্য রবিবার থেকে অনশনে। তাঁদের দাবি, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত ৩৪ কিমি রেলপথ সম্প্রসারণের জন্য যে জমি অধিগ্রহণ করা হবে, তার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পরিবার পিছু এক জনকে চাকরি দিতে হবে। কালিয়াগঞ্জে ধনকৈল মোড় এলাকায় অনশন চলছে। প্রশাসনিক সূত্রের খবর, অনশন প্রত্যাহারে অনুরোধ করেন জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া। প্রশাসনের পাঠানো প্রতিনিধিরা বিষয়টি নিয়ে আন্দোলনাকারীদের সঙ্গে আলোচনাও করেন। জেলাশাসক বলেন, “প্রশাসন থেকে এক দল প্রতিনিধি গিয়েছিলেন। তাঁরা ওঁদের জানিয়েছেন, এই নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলী হবে। ওঁরা অনশন তুলে নিলে ভাল হয়। কিন্তু রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত চাইছেন ওঁরা। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।” এ দিন কমিটির সম্পাদক তথা বিজেপি-র উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বলেন, “রেল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তাই অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।” এ ব্যাপারে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম অরুন শর্মার প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি ফোন ধরেননি। রেলের একজন পদস্থ অফিসার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে রয়েছে।
|
একটি সোনার দোকানে চুরির ঘটনায় বাণেশ্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানার বানেশ্বর চৌপতি লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ীরা জানান, সোনার দোকানের গ্রিল ও দরজা ভেঙে ঢুকে দুস্কৃতীরা প্রায় ৫০ হাজার টাকার গয়না নিয়ে পালিয়ে গিয়েছে। দোকানের একটি আলমারি সকালে লাগোয়া একটি মাঠ থেকে উদ্ধার হয়। বাণেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক বিজন দেবনাথ জানান, গত দেড় মাসের মধ্যে এই নিয়ে এলাকার ৮টি দোকানে চুরি হল। ব্যবসায়ীদের মধ্যে এতে আতঙ্ক দেখা দিয়েছে।
|
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ভক্কা বারবিসা ২ অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার ২৫ জন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাকড়িগুড়ি বাসস্ট্যান্ড এলাকার উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সাধন পাল প্রমুখ নেতারাও। |