নেতাজির জন্মজয়ন্তীতে মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল। বুধবার দুপুরে মাথাভাঙার নয়ারহাটে ওই ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন জখম হয়েছেন। তাঁদের ৪ জনকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে ১ জনকে কোচবিহার জেলা হাসপাতালে রেফার করা হয়। গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে অভিযোগ তুলে একটি গোষ্ঠীর সমর্থকরা অন্য গোষ্ঠীর লোকদের গ্রেফতারের দাবি জানায়। গোলমালের জেরে বাতিল হয়ে যায় তৃণমূল ব্লক কংগ্রেসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আসর। বনমন্ত্রী হিতেন বর্মন উদ্বোধন করতে আসার কথা ছিল। ঘটনার জেরে তিনি আসেননি। নয়ারহাট বাজার ও লাগোয়া এলাকায় দোকানপাট বন্ধ করে দেন আতঙ্কিত ব্যবসায়ীরা।
পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন জানান, নয়ারহাটে ঝামেলার কথা শুনেছেন। খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, “ওখানে বিকেলে যাওয়ার কথা ছিল। তবে কোনও উদ্বোধন নয় বক্সিরহাটে অন্য অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।” পুলিশ সূত্রে জানা যায়, এ দিন নেতাজির জন্মদিন উপলক্ষে এলাকায় তৃণমূল কংগ্রেস ও দলের কিসান খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি আলাদা ভাবে কর্মসূচি নেয়। দুই শিবিরই মিছিল বের করে। দুই গোষ্ঠীর মিছিল মুখোমুখি হতেই ঢিল ছোড়াছুড়ির অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ায়। লাঠিসোটা ,ইট পাটকেল, ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে বসে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা-১ ব্লক সভাপতি মজিরুল হোসেন বলেন, “নেতাজির মূর্তিতে মালা দিয়ে সমর্থকরা মিছিল বার করেছিল। নয়ারহাট বাজারের কাছে দলের জেলা সম্পাদক নজরুল হকের অনুগামীরা মিছিল করে তাদের উপর হামলা চালিয়েছে। আমাদের ৭ জন জখম হন।” তাঁরা জানান, এ জন্য ভলিবল প্রতিযোগিতার আয়োজন এ দিন বাতিল করতে হয়েছে। বনমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল। উত্তেজনা থাকায় তাঁকে আসতে নিষেধ করা হয়। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদক নজরুল হক জানান, এ নিয়ে কিসান খেতমজুর সংগঠনের নেতা গোলাম মোস্তাফা যা বলার বলবেন। কিসান তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা-১ ব্লক সভাপতি গোলাম মুস্তাফা বলেন, “নয়ারহাটে নেতাজির জন্মদিন উপলক্ষ্যে শান্তির বার্তা দিতে আমাদের সংগঠনের সদস্যরা মিছিল বের করেন। ওই মিছিলে তৃণমূলের মাথাভাঙা-১ ব্লক সভাপতির নেতৃত্বে তাঁর অনুগামীরা আচমকাই ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা করে। অভিযুক্তদের ধরার দাবিতে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান। |