নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চুক্তি ভিত্তিতে নিযুক্ত বহুমুখী স্বাস্থ্য কর্মীদের ঘেরাও আন্দোলনের জেরে উত্তপ্ত কালচিনি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ন’মাস বেতন না মেলায় ক্ষুব্ধ ওই স্বাস্থ্য কর্মীরা বুধবার সকালে প্রথমে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করেন। বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি এ দিন ওই স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গেলে তিনিও ঘেরাও হন। একই ভাবে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ঘেরাও হন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বেলা আড়াইটা নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া পান। সন্ধে নাগাদ ঘেরাও মুক্ত হন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকাকিকে ঘিরে সন্ধ্যার পরেও বিক্ষোভ চলে।
ব্লক স্বাস্থ্য আধিকারিক রাকেশ চক্রবর্তী বলেন, “১০ জন বহুমুখী স্বাস্থ্য কর্মী বেতন পাচ্ছেন না। ওঁরা ঘেরাও করেছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।” এদিন হাসপাতাল ঘুরে দেখতে গিয়েছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার আধিকারিক তেনজিং চুখি। স্বাস্থ্য কর্মীরা তাঁকে ঘেরাও করে সমস্যার কথা জানান। বেলা আড়াইটা নাগাদ তিনি ঘেরাও মুক্ত হন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক দফায় বিক্ষোভ দেখানোর পরে ২২ জানুয়ারি ওই স্বাস্থ্য কর্মীদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হওয়ায় এ দিন থেকে তাঁরা ফের আন্দোলনে নামেন। বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “কয়েক মাস ধরে বহুমুখী স্বাস্থ্য কর্মীরা বেতন পাচ্ছে না। বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিকে জানিয়েছি। পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। বহুমুখী স্বাস্থ্য কর্মী কৌশিক মৌলিক, সৈকত চক্রবর্তীরা জানান, গত ফ্রেবুয়ারি মাসে তাঁদের মাসে প্রায় ৬ হাজার টাকা চুক্তির ভিক্তিতে কাজে নিয়োগ করা হয়। জুন মাসের পরে বেতন বন্ধ হয়ে যায়। কেন বেতন বন্ধ জানতে চাওয়া হলেও স্পষ্ট উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে করেক বার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। |