মন্ত্রীদের সামনেই হাসপাতাল চত্বরে মাইক কৃষ্ণনগরে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
হাসপাতাল চত্বরে বক্তৃতা করছেন মন্ত্রী। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
হাসপাতাল চত্বরে তারস্বরে মাইক বাজিয়ে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করা হল কৃষ্ণনগরে। স্বাস্থ্য দফতরের কর্তারা ও জেলার দুই মন্ত্রী এই মাইক বাজানোতে সায় দেওয়ার রীতিমতো অবাক ও ক্ষুব্ধ চিকিৎসাধীন রোগীর আত্মীয় ও চিকিৎসকদের একাংশ। অবশ্য বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই বক্সের সাউন্ড কমিয়ে দেওয়া হয়। বুধবার কৃষ্ণনগর জেলা হাসপাতালের দুই ক্যাম্পাস শক্তিনগর ও সদরে ওই দু’টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের কর্তারাও। অভিযোগ, হাসপাতালে মুমুর্ষু রোগীদের কথা ভ্রূক্ষেপ না করেই মন্ত্রীরা মাইকে বাজিয়ে নাতিদীর্ঘ বক্তব্য রেখে এই ফেয়ার প্রাইস শপের উদ্বোধন করেন। এই ঘটনায় হতবাক এক চিকিৎসক বলেন, “মন্ত্রী ও স্বাস্থ্য দফতরের কর্তাদের উপস্থিতিতে মুমূর্ষু রোগীদের কথা না ভেবে হাসপাতালের মধ্যে মাইক বাজানোয় অবাক লাগছে।” রোগীর বাড়ির লোকজনের অভিযোগ, “ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হওয়ায় উপকার হয়েছে। কিন্তু রোগীদের স্বার্থের কথা না ভেবে বক্স বাজানোয় অবাক হচ্ছি।” মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অবশ্য সাফাই, “ভাল কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হলে মাইক তো বাজাতেই হবে। তা ছাড়া রোগীদের অসুবিধা হওয়ার মতো জোরে শব্দ হয়নি।” একই সুর হাসপাতাল সুপার দেবব্রত দত্তের গলাতেও। তিনি বলেন, “বক্সের মুখ ওয়ার্ডের উল্টো দিকে থাকায় রোগীদের কোনও অসুবিধা হয়নি।”
|
চক্ষু পরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বুধবার রামপুরহাট ইস্টার্ন রেলওয়ে নেতাজি বয়েজ ক্লাব আয়োজন করেছে চক্ষু পরীক্ষা শিবির। এ দিন ৪৫ জনের চক্ষু পরীক্ষা করেন সিউড়ি ও রামপুরহাট হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক।
|
আরজি করে শিশু চুরি, থানায় নালিশ |
কলকাতায় সরকারি হাসপাতালে আবার শিশু চুরির অভিযোগ। আর জি কর হাসপাতাল থেকে তাঁর আড়াই মাসের শিশুকন্যা চুরি গিয়েছে বলে অভিযোগ করেছেন রাজারহাট-লাউহাটির এক বধূ। হাসপাতাল সূত্রে খবর, ফরিদা বিবি নামে ওই মহিলা মঙ্গলবার দুপুরে তিন সন্তান নিয়ে আর জি করের বহির্বিভাগে যান। হাসপাতালের ডেপুটি সুপার সিদ্ধার্থ নিয়োগী জানান, ফরিদা নিজের এবং ছোট মেয়ের নামে দু’টি টিকিট করেন। পরে হাসপাতালের ফাঁড়িতে গিয়ে ফরিদা জানান, ছ’বছর বয়সী বড় মেয়ের পাশে আড়াই মাসের ছোট মেয়েকে রেখে তিনি তিন বছরের ছেলেকে নিয়ে টিকিট করতে যান। ফিরে এসে দেখেন, ছোট মেয়ে উধাও। হাসপাতালের ফাঁড়ি থেকে ফরিদাকে টালা থানায় যেতে বলা হয়। বুধবার তিনি থানায় অভিযোগ জানান। পুলিশ ফরিদার বাড়িতেও যায়। ফরিদার বয়ানে কিছু অসঙ্গতি পেয়েছে তারা। হারানো মেয়েটির কোনও ছবিও নেই তাঁর কাছে।
|
কন্যাসন্তান জন্ম দিলে খরচ মাফ |
এ যেন কন্যাভ্রুণ হত্যা আটকানোর এক অভিনব উপায়। কন্যাসন্তানের জন্ম দিলেই লাগবে না প্রসবের খরচ। এমনই জানালেন পুণের একটি নার্সিংহোমের চিকিৎসক গণেশ রাখ। এ পর্যন্ত তাঁর নার্সিংহোমে ১৩৫টি কন্যাশিশু জন্মগ্রহণ করেছে। প্রত্যেকের ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন ওই শিশুদের মায়েরা।
|