|
|
|
|
|
ঘূর্ণাবর্তের ফাঁড়া কাটায়
ছন্দে ফিরছে মাঘের শীত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
কয়েক দিনের ‘ব্যাড-প্যাচ’ শেষ। মাঘের চেনা শীতের ছন্দ ফিরছে সারা রাজ্যেই। ফের একটা দাপুটে ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস সূত্রের খবর, বিভিন্ন জেলায় ইতিমধ্যেই দাপট বেড়েছে শীতের। ফের শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে শ্রীনিকেতনে। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহবিজ্ঞানীদের আশ্বাস।
আবহবিদেরা বলছেন, চলতি মরসুমে উত্তুরে হাওয়ার দখলদারি যে মসৃণ পথে চলেনি, সেটাই এ বারের শীতের বৈশিষ্ট্য। বিশেষ করে দক্ষিণবঙ্গে এ বার শীতের ওঠা ও পড়ার ফারাকটা চোখে পড়ার মতো। উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গই শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল। এক দিনের জন্য হলেও পারদ-পতনে লন্ডনকে হারিয়ে দিয়েছিল কলকাতা। আবার শীতের ভরা মরসুমেই ঘূর্ণাবর্ত ও উচ্চচাপ বলয়ের ধাক্কায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠে গিয়েছিল। চলতি মাসেই এর সাম্প্রতিকতম উদাহরণ মিলেছে।
সব ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়াচ্ছে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৮ জানুয়ারি কলকাতায় রেকর্ড শীত পড়েছিল। শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। অথচ সাগরমেলার স্নান শেষ হতে না-হতেই ফের তরতরিয়ে বেড়ে যায় তাপমাত্রা। আবহবিজ্ঞানীরা জানান, পাকিস্তানে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝা টেনে নেওয়াতেই বিপন্ন হয়ে পড়েছিল শীত। সেই বিপদ কেটে যাওয়াতেই ফের তাপমাত্রা কমতে শুরু করেছে।
বুধবারের পরিস্থিতি কী?
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, উত্তর, মধ্য ও পূর্ব ভারত জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। কাশ্মীরে হাজির হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে ওই রাজ্যে ফের তুষারপাত ও বৃষ্টি হতে পারে। আবহবিদেরা বলছেন, দিন কয়েক আগে অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমতে শুরু করেছিল। সেই পরিস্থিতি এখনও রয়েছে। দেশের সমতলে এ দিন সব থেকে কম তাপমাত্রা ছিল হরিয়ানার কার্নালে, ১.৮ ডিগ্রি। পূর্ব ভারতে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বিহারের ছাপরায়, ৪.৪ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে আট ডিগ্রি নেমে গিয়ে সেখানে ফের শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। আবহবিজ্ঞানের পরিভাষায় স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে গেলেই সেটাকে শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।
কলকাতায় আকাশ পরিষ্কার থাকায় এ দিন ঝকঝকে রোদ উঠেছিল। আর রাতে রীতিমতো মাঘের বাঘা ঠান্ডা মালুম হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে শীতের ভবিষ্যৎ কী?
আবহবিজ্ঞানীদের আশ্বাস, আরও কমবে মহানগরের তাপমাত্রা। পাল্লা দিয়ে পারদ নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।
আলিপুর আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক গণেশকুমার দাস বলেন, “আগামী কয়েক দিন এমনটাই চলবে। চলতি সপ্তাহের শেষে মহানগরের তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যেতে পারে।” |
|
|
|
|
|