স্কুলের ৭৫ বছর
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
গড় রাইপুর উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু হল। বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুলটির এ বার ৭৫ বছর পূর্তি। তিন দিন ব্যাপী উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এই স্কুলের ছাত্রছাত্রীদের ফল নজর কেড়েছে। সে কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “জঙ্গলমহলের ছেলেমেয়েরা পড়াশোনায় এখন যথেষ্ট দক্ষ। এর কৃতিত্ব শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের পরিবেশ ও পড়াশোনার মান যে বাড়ছে, এই ফলাফলই তার প্রমাণ।” |
ইঁদপুরে ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
বেআইনি চোলাই ও দেশি মদ-সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল ইঁদপুর থানার পুলিশ। পুলিশের দাবি, খবর পেয়ে মঙ্গলবার রাতে ইঁদপুরের জামবেদিয়া গ্রামে সমীর হাটের বাড়িতে হানা দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ৪০ বোতল দেশি মদ ও ১০ লিটার চোলাই। অন্য দিকে, মঙ্গলবার রাতে ইঁদপুরেরই চাকলতোড় গ্রামের একটি জুয়ার ঠেক থেকে চার জনকে পুলিশ ধরে। নগদ কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জাম আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে তিন জন চাকলতোড় ও এক জন জামবনি গ্রামের বাসিন্দা। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। |