রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে নর্দমার নোংরা জল। সেই জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। খাতড়ার করালী মোড় ও দাসের মোড়ে দিনের পর দিন নর্দমা উপছে নোংরা জল ভাসিয়ে দিচ্ছে পাশের রাস্তা। ক্ষুব্ধ বাসিন্দারা সম্প্রতি নর্দমা পরিষ্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। যোগ দিয়েছিলেন ভ্যান ও ঠেলা চালকেরাও।
খাতড়া শহরের কিছু এলাকায় আবর্জনা জমে নর্দমা বুজে গিয়েছে। ফলে নোংরা জল ঢুকছে গৃহস্থের বাড়িতে, দোকানে। রাস্তার উপর বইছে সেই নোংরা জল। করালী মোড়, দাসের মোড়, সিনেমারোড, রাজাপাড়া ও পাম্পমোড়-সহ বেশ কিছু এলাকায় মাঝে মাধ্যেই এই দৃশ্য দেখা যায়। ওই রাস্তার উপর দিয়েই স্থানীয় বাসিন্দা থেকে খাতড়া হাইস্কুল, কংসাবতী শিশু নিকেতন ও গালর্স হাইস্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। ফলে তারা প্রতিদিন সমস্যায় পড়ছে।
খাতড়া শহরের বাসিন্দা মানিক বাউরি, ভোলা বাউরিদের ক্ষোভ, “প্রায়শই নোংরা জল মাড়িয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। পঞ্চায়েত কিন্তু এ ব্যাপারে উদাসীন। সিপিএমের খাতড়া জোনাল কমিটির সম্পাদক সুশীল মুখোপাধ্যায়েক অভিযোগ, “তৃণমূল পরিচালিত খাতড়া ১ পঞ্চায়েত উন্নয়ণমূলক কাজ করতে ব্যর্থ। সামান্য নিকাশি নালা সাফাইয়ের ব্যাপারেও গড়িমসি করছে।” খাতড়া ১ পঞ্চায়েতের প্রধান তৃণমূলের পুতুল দে রাস্তার উপর দিয়ে নোংরা জল যাওয়ার কথা মেনে নিয়েছেন। তাঁর দাবি, পঞ্চায়েতের সীমিত আয়ের মাধ্যমেই নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে এক বার নর্দমা সাফাই করা হয়। কিন্তু কিছু লোকজন নর্দমায় আবর্জনা ফেলা বন্ধ না করায়, নালা বুজে যাচ্ছে।” |