বারাক ওবামা যা করেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার রাজ্য গেমসের উদ্বোধন করতে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এ রকমই দাবি করলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, “রাজ্যের ক্লাবগুলিকে খেলাধুলা ও পরিকাঠামোর উন্নতির জন্য ৬০ কোটি টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাক ওবামাও যা কখনও করেননি।”
ক্লাবগুলিকে দেদার টাকা বিলি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কীসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিওএ-র মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী বললেন, “যত সমালোচনাই হোক টাকা আমরা দেব। কারণ যে সব ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে ৪৫ শতাংশ ক্লাবই বিভিন্ন অলিম্পিক গেমসের খেলাধুলার সঙ্গে যুক্ত।” রাজ্য গেমসে কুড়ি লাখ টাকা আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। |
রাজ্য ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে জয়দীপ কর্মকার, সোমা বিশ্বাস ও
আখতার আলি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।—নিজস্ব চিত্র |
মঞ্চে উপস্থিত অলিম্পিয়ান জয়দীপ কর্মকারকে উদ্দেশ্য করে ক্রীড়ামন্ত্রী বলেন, “রিও-তে পদক চাই জয়দীপ। সুস্মিতা সিংহ রায়কেও বলেছি এশিয়াড থেকে পদক আনতে হবে। টাকার অভাব হবে না।” অলিম্পিকে চতুর্থ স্থান পাওয়া শুটার জয়দীপ ছাড়াও এ দিন মঞ্চে হাজির ছিলেন বিভিন্ন খেলার এক ঝাঁক তারকা। টেনিসের আখতার আলি, অ্যাথলিট সোমা বিশ্বাস, ফুটবলার শান্তি মল্লিক, কবাডির রমা সরকার ও বিশ্বজিৎ পালিতরা। তবে দেখা যায়নি দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময়ী শিকদার, বুলা চৌধুরীদের মতো তারকাদের। অনুষ্ঠানে এসেছিলেন সংশোধনাগারের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একদল কবাডি খেলোয়াড়। মার্চ পাস্টে অন্যদের সঙ্গে তারাও অংশ নেন। মোট ৪১টি খেলার মধ্যে মাত্র ২৮টি দলের খেলোয়াড়রা অংশ নেয়। রাজ্য গেমস চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
খেলাধুলার উন্নতির জন্য নানা প্রতিশ্রুতি দিলেও কবে যুবভারতী স্টেডিয়ামের ফ্লাডলাইট চালু হবে তা বলতে পারেননি ক্রীড়ামন্ত্রী। চারবার তারিখ দিয়েও কাজ শেষ হয়নি। এ দিন বললেন, “সাত দিন টানা স্টেডিয়াম বন্ধ না করতে পারলে আলো চালু করা যাবে না।” কিন্তু সেটা কবে হবে। ক্রীড়ামন্ত্রী বলেন, “জানুয়ারির শেষে চেষ্টা করছি।” |