উইম্বলডন, অলিম্পিক, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পর ফের টেনিসের মহামঞ্চে মুখোমুখি রজার ফেডেরার-অ্যান্ডি মারে। অস্ট্রেলীয় ওপেন সেমিফাইনালে।
বুধবার মেলবোর্ন পার্কে মারে যতটা সহজে কোয়ার্টার ফাইনালে জিতলেন, ততটাই কঠিন জয় ফেডেরারের। অলিম্পিক ও যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন মারেকে এখানে তেল খাওয়া যন্ত্রের মতো এতটাই নিখুঁত দেখাচ্ছে যে, ৪০ ডিগ্রি গরমেও যে রকম দাপটে দ্বিতীয় রাউন্ড জিতেছেন, সে ভাবেই শেষ আটের প্রতিপক্ষকেও উড়িয়ে দিলেন ৬-৪, ৬-১, ৬-২। ফ্রান্সের জেরেমি চার্দি মেরেকেটে ১১০ মিনিটের বেশি কোর্টে দাঁড়াতে পারেননি। মারেও বলেছেন, “আজই সবচেয়ে ভাল খেলেছি।” যেটা ফেডেরারের কাছে অবশ্যই অশুভ বার্তা। এমনিতেই তারকা ফরাসি জো সঙ্গাকে হারাতে পাঁচ সেট লাগল ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। দু’বছর আগে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে সঙ্গা ০-২ সেট থেকে ফেডেরারকে ৩-২ হারিয়েছিলেন। এ দিন অস্ট্রেলীয় ওপেনে সঙ্গা দু’-দু’বার সমতা ফিরিয়ে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে গেলে ফেডেরার-সমর্থকরা ফের প্রমাদ গোনা শুরু করেছিলেন। কিন্তু ৩১ বছরেও ফেডেরার বোঝালেন, তিনি মীমাংসাসূচক সেটে এখনও সেই নির্মম! ৭-৬, ৪-৬, ৭-৬, ৩-৬, ৬-৩ জিতে। ফেডেরার-মারে ‘হেড টু হেড’-এ স্কটিশ ১০-৯ এগিয়ে থাকলেও মাস দুই আগে লন্ডনে শেষ সাক্ষাতে ফেডেরার জিতেছিলেন।
মেয়েদের সেমিফাইনালে জায়ান্ট কিলার স্লোয়ান স্টিফেন্সের সামনে বিশ্বের এক নম্বর আজারেঙ্কা। গত বারের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে হারান কুজনেৎসোভাকে ৭-৫, ৬-১। আর মিক্সড ডাবলস থেকে আজ আরও এক ভারতীয় খসে গেলেন। কোয়ার্টার ফাইনালে বোপান্না-সু উই ২-৬, ৩-৬ হারেন পেশ্চেক-মাটকোস্কির কাছে। |