ডেভিসের আগে অসুস্থ লিয়েন্ডার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জীবনের জঘন্যতম অস্ট্রেলীয় ওপেন (ডাবলস-মিক্সড ডাবলস দু’বিভাগেই দ্বিতীয় রাউন্ডে বিদায়) কাটানোর পাশাপাশি লিয়েন্ডার পেজ মেলবোর্নে অসুস্থও হয়ে পড়েছেন। মঙ্গলবার মিক্সড ডাবলসে সঙ্গী এলেনা ভেসনিনার পাশে লিয়েন্ডারকে কোর্টে মাঝেমধ্যে বেশ ক্লান্ত, খানিকটা শ্লথও দেখিয়েছে। কলকাতা টেনিসমহলে কেউ কেউ বলতে থাকেন, লিয়েন্ডারের কব্জিতে অল্প চোট আছে। এমনকী পরের সপ্তাহে ডেভিস কাপে তাঁর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। চোট-টোট না থাকলেও লিয়েন্ডার অবশ্য সত্যিই একশো ভাগ ফিট নন। এই মুহূর্তে তিনি গ্যাসট্রোএন্টেরাইটিসে ভুগছেন। লিয়েন্ডারের বাবা ডা. ভেস পেজ মুম্বই থেকে ফোনে এই খবর দিয়ে এ দিন সন্ধেয় বললেন, “লিয়েন্ডার কবে দেশে ফিরে দিল্লিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে আমি এখনও জানি না। ও বলেছে এখন কয়েক দিন পুরো বিশ্রাম নেবে।” কোচ জিশান আলি এ দিন আনন্দবাজারের থেকেই লিয়েন্ডারের পেটের রোগের কথা প্রথম জেনে উদ্বিগ্ন গলায় বললেন, “আজই ফোনে ওকে ধরার চেষ্টা করছি। আমাদের গোটা দলের ২৬ জানুয়ারি দিল্লিতে মিলিত হওয়ার কথা আছে। লিয়েন্ডার মনে হয় ২৮ তারিখের মধ্যে ওখানে এসে পড়বে।”
|
পুণেতে মাঠ নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুণের বালেওয়ারি স্টেডিয়ামের মাঠের অবস্থা বেশ খারাপ। যে কারণে কোনও রকম ঝুঁকি না নিয়ে পুণে এফসি’র বিরুদ্ধে খেলতে নামার আগের দিন অন্য মাঠে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। তবে বালেওয়ারি স্টেডিয়ামের মাঠেই শুক্রবার অভ্রদের বিরুদ্ধে খেলতে হবে চিডি-মেহতাবদের। এটাই এখন লাল-হলুদ শিবিরের বড় চিন্তার বিষয়। এ দিকে পুরো দল বুধবার ঠিক করে পুণে পৌঁছলেও সমস্যায় পড়েছেন কেভিন লোবো। বিমান কর্মীদের ভুলে তাঁর লাগেজ পুণের বদলে গোয়ায় চলে গিয়েছে। লোবোর জিনিসপত্র দ্রুত ফেরত পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
|
ইউনাইটেড স্পোর্টসের কোচ এলকো সাতোরির এ বার অভিযোগের তির রেফারির দিকে! এরিয়ানের বিরুদ্ধে ম্যাচে রেফারি কেন মাত্র চার মিনিট ইনজুরি টাইম দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাচ কোচ। এ দিন কলকাতা লিগের ম্যাচে রঘু নন্দীর দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেন লালকমলরা। ম্যাচ শেষ হওয়ার পরেই মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এলকো। বলেন, “দুটো পরিবর্তন করতে চার মিনিট নষ্ট হয়েছে। এবং চোট-আঘাত ছিলই। এত কম ইনজুরি টাইম কেন দিল তা জানতেই রেফারির সঙ্গে কথা বলি।”
|
বোর্ডের নির্দেশে অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা এবং চোটের কারণে জাহির খানকেও ছাড়া রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে হচ্ছে মুম্বইকে। বুধবার সেমিফাইনালে জেতা দলটাই ফাইনালের জন্য রেখে দিলের মুম্বইয়ের নির্বাচকেরা। ইংল্যান্ড-ভারত শেষ ওয়ান ডে ম্যাচ যদি ধরমশালার আবহাওয়ার কারণে না হয়, তা হলেও কি রোহিতদের মুম্বই দলে পাঠানো হবে না, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। সে ক্ষেত্রে রোহিতদের রঞ্জি ফাইনালে খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে।
|
আগামী মার্চে দুবাইয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে চলেছেন রাহুল দ্রাবিড়। সেই দলে প্রাক্তন ভারত অধিনায়কের অন্যতম সতীর্থ অস্ট্রেলীয় পেসার শন টেট। এই নিয়ে তিন বার এমসিসি-র হয়ে খেলছেন দ্রাবিড়। এই ক্লাবের সম্মানীয় সদস্যও তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন চল্লিশ বছরের দ্রাবিড়। তবে আইপিএল সিক্সে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বলে জানিয়েছেন।
|
টেলিগ্রাফ স্কুল দাবা শুরু আজ থেকে |
চব্বিশতম টেলিগ্রাফ স্কুল দাবার উদ্বোধন ২৪ জানুয়ারি, গোর্কি সদনে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ফিডে রেটেড স্কুল টুর্নামেন্টের উদ্বোধনে থাকবেন দুই গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, দীপ সেনগুপ্ত ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। দেশের বিভিন্ন রাজ্য-সহ নেপাল এবং বাংলাদেশের স্কুল থেকে চারশোরও বেশি খুদে দাবাড়ু অংশ নেবে এই টুর্নামেন্টে।
|
ভারত-প্যালেস্তাইন ম্যাচ কোচিতে |
গুয়াহাটির পরিবর্তে কোচিতে হচ্ছে ৬ ফেব্রুয়ারির ফিফা অনুমোদিত ভারত-প্যালেস্তাইন প্রদর্শনী ম্যাচ। জাতীয় দলের কোচ উইম কোভারম্যান্স কোচির হোটেল থেকে শুরু করে ফুটবল স্টেডিয়ামের যাবতীয় পরিকাঠামো খুটিয়ে দেখার পরই মঙ্গলবার ফেডারেশনকে সবুজ সঙ্কেত দিয়েছেন। আর বুধবারই ফেডারেশন কতার্রা কোচির নাম চূড়ান্ত করেন।
|
ব্রাজিল দলে ফের রোনাল্ডিনহো |
এক বছর পর আবার ব্রাজিলের জার্সি গায়ে খেলতে চলেছেন রোনাল্ডিনহো। ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার জন্য রোনাল্ডিনহোকে ডাকলেন ব্রাজিল কোচ লুই স্কোলারি। ২০১২-র ফেব্রুয়ারিতে ব্রাজিলের জার্সিতে বসনিয়ার বিরুদ্ধে শেষ বার রোনাল্ডিনহোকে খেলতে দেখা যায়। |