ভাইচুংয়ের দলের বিরুদ্ধে প্রথম পয়েন্ট তুলতে মরিয়া টোলগেরা
ভাইচুং ভুটিয়া নিজে আসেননি। চোটের জন্য দলে নেই পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলার। যার মধ্যে তিন জন আবার রক্ষণের। আই লিগে ষোলো ম্যাচে তাঁদের জালে বল ঢুকেছে ৩৭ বার। এর মধ্যে গত ম্যাচে ভাঙাচোরা ডেম্পোর কাছে সাত গোল। আর র্যান্টি-কার্লোসরা দিয়েছেন দশ গোল।
তিন পয়েন্ট আনতে এর চেয়ে সহজ প্রতিপক্ষ এই আই লিগে পাওয়া মুশকিল। ভাইচুং ভুটিয়ার দল সেই সিকিম ইউনাইটেডকে হারিয়ে ‘মহার্ঘ’ জয় আনতেই বৃহস্পতিবার যুবভারতীতে ঝাঁপাচ্ছেন টোলগে-নবিরা।

বাগানের স্টিয়ারিং এখন টোলগের হাতে। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস
অবনমনের ভূত তাড়া করছে দু’দলকেই। তফাত একটাই জেনিথ-নুরউদ্দিনদের পয়েন্ট ১০। আর নির্মল ছেত্রীরা এগারো ম্যাচে দাঁড়িয়ে শূন্য অঙ্কে! এ দিন সকালে অনুশীলনের পরে তাই বাগান কোচ করিম বেঞ্চারিফার গলায় বাড়তি সতর্কতা। বলছেন, “মাস্ট-উইন ম্যাচ। ফুটবলারদের পয়েন্ট টেবল দেখতে বারণ করেছি। সিকিমকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই।”
সাসপেনশনের আওতায় থাকা ওডাফাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। বিপক্ষের খুঁটিনাটির খবর রাখা মোহন কোচ জানেন, সিকিম রক্ষণে নেই আনোয়ার-সফররাও। তাঁর কথায়, “একটা জয় এলেই পরপর জয় আসতে শুরু করবে।” তাই বেশি গোলে ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে নেওয়ার ইচ্ছে ঘোরাফেরা করছে গঙ্গাপারের তাঁবুতে। আর সেই সূত্র ধরেই আক্রমণে টোলগের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রহিম নবিকে। যিনি ময়দানে আবির্ভাবেই সাদা-কালো জার্সিতে স্ট্রাইকার হিসাবে ময়দানে ঝড় তুলেছিলেন। পাণ্ডুয়ার ছেলে চলতি মরসুমে কলকাতা লিগেও স্ট্রাইকারে খেলে গোল করেছেন পোর্টের বিরুদ্ধে। সালগাওকর ম্যাচে চোট পাওয়া স্ট্যানলি, রাকেশ মাসিরা নেই। আক্রমণ জোরদার করতে মোহনবাগান কোচের প্ল্যান ‘টু’ স্নেহাশিসকে লেফট ব্যাকে নামিয়ে আনা। ডিপ ডিফেন্সে আইবর-ইচে। রাইট ব্যাক নির্মল। চার ব্যাকের আগে দাঁড়িয়ে মাঝমাঠে বিপক্ষের পা থেকে বল কাড়ার দায়িত্ব ডেনসনের। একটু আগে সেই বল আক্রমণে ঠেলার কাজ মণীশ মৈথানির। মাঝমাঠে ডান দিকে মণীশ ভার্গব, বাঁ দিকে জুয়েল রাজা পাল্লা দিয়ে আক্রমণে উঠবেন বিপক্ষ রক্ষণকে চাপে রাখতে। গোলে অরিন্দম।

বেহাল ইউনাইটেড সিকিম। শুশ্রূষা চলছে অনুশীলনে। বুধবার যুবভারতীতে। ছবি: উৎপল সরকার
অবনমন বাঁচানোর প্রারম্ভিক তিন পয়েন্ট আনতে করিমের এই নীল-নকশাতেই অগাধ আস্থা মাঠের বাইরে থাকা ওডাফা ওকোলির। অনুশীলন সেরে বাড়ি ফেরার মুখে বলে গেলেন, “মোহনবাগান ফিরবেই।” পরক্ষণেই বিতর্কিত ডার্বির রেফারি বিষ্ণু চৌহানের নাম করে ‘কিং কোবরা’র অভিসম্পাত, “কিছু না করা সত্ত্বেও যিনি মিথ্যে রিপোর্ট দিয়ে আমার জীবন জটিল করলেন, ঈশ্বর তাঁকে এবং তাঁর পরিবারকে কড়া শাস্তি দেবেন।” ওডাফার এই অনুপস্থিতিটাই আবার ‘ট্রাম্প কার্ড’ সিকিমের কোচ নাথানের। বলছেন, “ওডাফার না থাকাটা একটা বড় সুযোগ। আর টোলগেকে জায়গা দেওয়া চলবে না।” লক্ষ্মীবারে অস্ট্রেলীয় নাথানকে বোকা বানিয়ে বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার বারো ম্যাচে তিন পয়েন্ট এনে দেবেন কি? অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

বৃহস্পতিবার আই লিগে

মোহনবাগান-সিকিম ইউনাইটেড (যুবভারতী, ২-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.