টুকরো খবর
দখল জমিতে পার্টি অফিস, অভিযোগ
আরামবাগ পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মনসাতলায় দ্বারকেশ্বর নদীর বাঁধে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী রচপাল সিংহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেচ দফতরের জায়গা দখল করে ওই কার্যালয়টি হয়েছে। সেচ দফতরের আরামবাগ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিয়ম পাল বলেন, “বিষয়টি কোনও ভাবে আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছে। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” এ ব্যাপারে মন্ত্রী বলেন, “আমি জায়গাটি নিয়ে কোনও বিতর্ক আছে কিনা, দলের ছেলেদের জিজ্ঞাসা করেছিলাম। ওঁরা না বলেছিল। আমি সরকারি ভাবে খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ করব। এখান থেকে সমাজসেবামূলক কাজ করা হবে। সাহায্যপ্রার্থীকে সাহায্য করা হবে।” যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জায়গাটি ব্যক্তি-মালিকানাধীন। খালি সিঁড়িটুকু নদীবাঁধে হয়েছে।

ফাইনালে উঠল ইস্টার্ন রেল
শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত আমন্ত্রণমূলক আটদলের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ইস্টার্ন রেল। বুধবার প্রথম সেমিফাইনালে কলকাতার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে হারায় রেল দলটি। ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে শ্রীরামপুর স্পোর্টিংয়ের মুখোমুখি হবে চন্দননগর ওরিয়েন্টাল ক্লাব। ফাইনাল আগামী ২৬ জানুয়ারি। গত ১৯ জানুয়ারি থেকে প্রয়াত জিতেন্দ্রনাথ লাহিড়ি এবং ললিতমোহন ভট্টাচার্যের নামাঙ্কিত ওই প্রতিযোগিতা ক্লাবের নিজস্ব মাঠে। উদ্বোধন করেন সাংসদ সোমেন মিত্র। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিযোগিতার প্রথম পর্বে ডালহৌসি হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডকে। দক্ষিণেশ্বরের যুব জাগরণকে হারিয়ে শেষ চারে ওঠে ইস্টার্ন রেল। তৃতীয় ম্যাচে আয়োজক ক্লাবের কাছে হেরে যায় রিষড়া অরোরা ক্লাব। বিএস পার্কের বিরুদ্ধে জেতে চন্দননগর ওরিয়েন্টাল ক্লাব। ১৯ তারিখ উদ্বোধনী পর্বে মাহেশ খটির বাজার থেকে একটি শোভাযাত্রা করা বের হয়। তাতে সামিল হন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, শু্যটার জয়দীপ কর্মকার।

রিষড়ায় ক্রিকেট
রিষড়ার মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে ও রিষড়া থানার সহযোগিতায় বুধবার ক্রিকেট প্রতিযোগিতা হল লেনিন মাঠে। চ্যাম্পিয়ন শ্রীরামপুর মহকুমা পুলিশ একাদশ। রানার্স মাড়োয়ারি যুব মঞ্চ। জেলার সাংবাদিক-চিত্র সাংবাদিক একাদশকে হারায় এসডিপিও রাজনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ একাদশ।

মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে আরামবাগ মহকুমার পুড়শুড়ার ব্লকপাড়া থেকে বৈশাখী বাউরি (৩৫) নামে ওই মহিলার দেহটি উদ্ধার করা হয়। স্বামী-বিচ্ছিন্না ওই মহিলা তাঁর ভগ্নিপতি রঞ্জিত বাউরির বাড়িতে থাকতেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ অফিসারেদর অনুমান, মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জগাছায় খুন
জগাছার জিআইপি কলোনিতে নিজের বাড়ির সামনেই এক যুবককে বোমা মেরে এবং গুলি করে মারল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার ওই ঘটনায় নিহতের নাম আশিস সূত্রধর (৩০)। বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়ার পথেই তাঁর উপরে হামলা হয়। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি সূত্রের খবর, আশিসের বিরুদ্ধে বেআইনি ভাবে মদ বিক্রি-সহ নানান দুষ্কর্মের অভিযোগ ছিল। পুলিশের অনুমান, মদ বিক্রি নিয়েই পুরনো কোনও শত্রুতার জেরে বিরোধী পক্ষ তাঁকে খুন করেছে।

চোলাই-সহ ধৃত
৩০ লিটার চোলাই মদ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুড়শুড়ার সোদপুর থেকে জয়ন্ত বাগ নামে ওই মদ-বিক্রেতাকে ধরা হয়। তার বাড়ি তারকেশ্বরের গয়েশপুরের কুড়িঘাটা এলাকায়। পুলিশ জানায়, রাউতারা থেকে মদ সংগ্রহ করে ধৃত আরামবাগে সরবরাহের উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল। তাকে ধরার পরে রাউতারা গ্রামে অভিযান চালিয়ে কিছু চোলাই তৈরির সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। তবে, কাউকে গ্রেফতার করা যায়নি।

আরামবাগে ফুটবল
আরামবাগ রবিনহুড ক্লাবের পরিচালনায় ‘কল্যাণ স্মৃতি শিল্ড’ ফুটবল প্রতিযোগিতার সেমিফআইনাল খেলা হয়ে গেল মঙ্গলবার। বসন্তপুর মাঠে ওই খেলায় হাওড়ার ভূতুরি ভ্রাতৃসঙ্ঘ টাইব্রেকারে ৪-২ গোলে আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। প্রতিযোগিতা এ বার ৩১ বছরে পড়ল বলে জানান উদ্যোক্তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.