নেতাজি-স্মরণে
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার হুগলি ও হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।
শ্রীরামপুর মহকুমা প্রশাসনের তরফে নেতাজি জয়ন্তী পালন করা হয় মাহেশ উচ্চ বিদ্যালয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক জয়সি দাশগুপ্ত। ‘কদম কদম বড়ায়ে যা...’, ‘বন্দেমাতরম’-সহ বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়, আইএমএ-র শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপকুমার দাস প্রমুখ। বুধবার দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করে রিষড়া নেতাজি জনকল্যাণ সমিতি। রিষড়া পুরসভার সামনে ওই অনুষ্ঠান হয়। প্রারম্ভিক পর্বে বর্ণাঢ্য প্রভাত ফেরি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রম করে। এর পরে পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। নেতাজি বিষয়ক আলোচনা এবং ক্যুইজ হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সাহিত্যিক কৃষ্ণা বসু, প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, সমীর চৌধুরী প্রমুখ বিশিষ্টজনেরা।
—নিজস্ব চিত্র।
হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল ‘যুবা’ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা কুলগাছিয়া, বীরশিবপুর প্রভৃতি এলাকায় পথ পরিক্রমা করেন। চণ্ডীপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। বাগনানে দেউলগ্রাম ‘তরুণের স্বপ্ন’-এর উদ্যোগে প্রভাতফেরি এবং বাগনান হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। বাগনান স্টেশন রোড (উত্তর)-এ অবস্থিত নেতাজি মূর্তিতে বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। পাঁচলা গঙ্গাধরপুরের বিভিন্ন স্কুল, বিএড কলেজ এবং জহর নবোদয় হাইস্কুলের উদ্যোগে বুধবার অনুষ্ঠান হয় গঙ্গাধরপুর বিএড ক্লাব প্রাঙ্গণে। বর্ণাঢ্য প্রভাত ফেরি বের হয়। নাচ-গান, আবৃত্তি, নেতাজি সম্পর্কিত আলোচনা-সহ নানা অনুষ্ঠান হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গাঁধী এবং জহওরলাল নেহেরুর জীবন ও কর্মকাণ্ড প্রসঙ্গে আলোচনা করেন সাহিত্যিক হোসেনুর রহমান। জগৎবল্লভপুরে মুন্সিরহাট নবাসন নেতাজি নবীন সঙ্ঘের উদ্যোগে মঙ্গলবার থেকেই শুরু হয় নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান। তিন দিনের অনুষ্ঠানে থাকছে অঙ্কন, নৃত্য, আবৃত্তি, যাত্রাপালা উৎসব, যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতা। জগৎবল্লভপুরের নরেন্দ্রপুর ঊষশ্রী সংস্থার উদ্যোগেও অনুষ্ঠান হয়। বাগনান গণ সংস্কৃতি মঞ্চ ও বাজার কমিটির উদ্যোগে নেতাজি মূর্তি প্রাঙ্গনে অনুষ্ঠান হয়। নেতাজি সম্পর্কে আলোচনা হয়।
বাউড়িয়া গহলাপাড়া নেতাজির জন্মোৎসব কমিটির উদ্যোগে নাচ-গান, আবৃত্তি, গীতিনাট্য পরিবেশিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.