|
|
|
|
|
|
টুকরো খবর |
এনডাওমেন্ট প্রকল্প |
সম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাজারে দু’টি নতুন এনডাওমেন্ট প্রকল্প আনল এডেলওয়েজ টোকিও লাইফ ইনশিওরেন্স। দীর্ঘ ও মাঝারি মেয়াদি লগ্নির জন্য ‘সেভ অ্যান্ড গ্রো প্ল্যান’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘মাল্টি গেইন প্ল্যান’ এনেছে তারা। সংস্থার দাবি, প্রথম প্রকল্পটিতে ১৫,২০, ২৫ বা ৩০ বছরের জন্য লগ্নি করা যাবে। তবে এ ক্ষেত্রে লগ্নিকারী ১০, ১৫ বছরের জন্য প্রিমিয়াম দিতে পারবেন। অথবা চাইলে পুরো মেয়াদেই প্রিমিয়াম দেওয়ার সুযোগ থাকবে। অন্য দিকে, দ্বিতীয় প্রকল্পটির ক্ষেত্রে ২০, ২৫ এবং ৩০ বছরের জন্য লগ্নি করা যাবে। তবে এই ক্ষেত্রে ৪,৮,১২ এবং ১৬ বছরের শেষে গ্রাহক চাইলে ২০% করে টাকা তুলে নিতে পারবেন। বাকি
২০% টাকা এবং বোনাস মিলবে মেয়াদ শেষের পর। দু’টি প্রকল্পের ক্ষেত্রেই প্রত্যেক বছর বোনাস ঘোষণা করা হবে। |
নয়া পেনশন প্রকল্প |
অনেক সংস্থাতেই চাকরি জীবনের শেষে পেনশনের ব্যবস্থা নেই। সেই কথা মাথায় রেখে একটি পেনশন প্রকল্প এনেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ। এটি শেয়ার বাজার নির্ভর প্রকল্প। যেখানে টাকা মূলত ঋণপত্র ও শেয়ার বাজারে খাটানো হবে। ৩৫ থেকে ৭০ বছর বয়সীরা লগ্নি করতে পারবেন। মেয়াদ শেষের সর্বোচ্চ বয়স হতে হবে ৮০। লগ্নিকারী ৫ বা ১০ বছর মেয়াদে প্রিমিয়াম জমা দিতে পারবেন। সংস্থার দাবি, লগ্নিকারী চাইলে মেয়াদ শেষে প্রাপ্য অর্থের এক তৃতীয়ংশ করমুক্ত থোক টাকা হিসেবে তুলে নিতে পারবেন। |
|
|
|
|
|