নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ফের ‘শ্লীলতাহানি’। ঘটনাস্থল সেই সিউড়ি। স্বাভাবিক ভাবে এলাকায় সুস্থ সংস্কৃতি বজায় রাখতে পুলিশের সঙ্গে বিভিন্ন ক্লাবের কর্তাদের বৈঠক, পুলিশি আশ্বাসের পরেও একই ঘটনার জন্য ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, যদি পুলিশ অসামাজিক কাজকর্ম রুখতে নাই পারে, তা হলে ঘটা করে মঙ্গলবার ক্লাবের সদস্যদের সঙ্গে বৈঠক করে কী করল? এসপি মুরলীধর শর্মা বলেন, “বুধবারের ঘটনায় পুলিশ দু’জনকে ধরেছে। বাকি অভিযুক্তের খোঁজ চলছে।” তাঁর আশ্বাস, পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে।
স্থানীয় সূত্রে খবর, সিউড়ির এক দম্পতি এ দিন সরু রাস্তা দিয়ে মোটরবাইকে করে স্কুলে ছেলেকে আনতে যাচ্ছিলেন। সেই রাস্তা দিয়ে এক যুবক সাইকেল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার ফলে ওই দম্পতি পড়তে পড়তে বেঁচে যান। অভিযোগ, প্রতিবাদ করলে ওই যুবক তাঁদের গালিগালাজ করে এবং চড়াও হয়। |
বুধবার তোলা নিজস্ব চিত্র। |
স্বামীকে মারছে দেখে বাইকের পেছন থেকে ওই বধূ বাধা দেন। তখন ওই তাঁর গায়ে হাত দেয় ও ওড়না ধরে টেনে ফেলে দেয়। এর পরে ফোনে সাইকেল আরোহী ওই যুবক তার বন্ধুদের ডাকে। লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মন মাল ও পাথাই হাজরা নামে দুই যুবককে সিউড়ির গোবিন্দপুর গ্রাম গ্রেফতার করে। তাদের আজ বৃহস্পতিবার সিউড়ি আদালতে হাজির করানো হবে। কিছু দিন আগে পুরসভার সামনের রাস্তায় দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার দিন কয়েক পরে দিল্লি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ছাত্রীদের মিছিলে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল বাইক আরোহীর বিরুদ্ধে। এর জেরে অবরোধ, বিক্ষোভও হয়েছিল। এই দুই ঘটনার মাঝে রাধাবল্লভ মন্দিরের কাছে এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল। যদিও বুধবারের ঘটনায় ধৃত দুই যুবক গালিগালাজ ও গায়ে হাত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। |