নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
টাকার অভাবে থমকে যাওয়ার পথে স্টেডিয়াম তৈরির কাজ। হতাশ ইসলামপুর শহরের ক্রীড়া সংগঠনগুলি বসে খেলা দেখার জন্য এ বার অন্য মাঠে গ্যালারি তৈরির দাবি তুললেন। মহকুমা প্রশাসন ও পুরসভার কর্তাদের ওই দাবির কথা জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা ক্রীড়া সংগঠনের (এসডিএসএ) সম্পাদক অশোক ঘোষ বলেন, “স্টেডিয়ামের কাজ কবে শেষ হবে বুঝতে পারছি না। প্রতি বছর শহরে বিভিন্ন খেলার আয়োজন করা হচ্ছে। কিন্তু মাঠে দর্শকদের বসার ব্যবস্থা নেই। ওই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দফতরের কাছে অন্য মাঠে গ্যালারি তৈরির দাবি জানানো হয়েছে।” একই দাবি জানানো হয় মহকুমা অফিসার স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে।
মাঠের সমস্যার কথা অস্বীকার করেননি ইসলামপুর পুরসভার কর্তারা। তাঁরা জানান, বসে খেলা দেখার ব্যবস্থা করার জন্য শহরের ৮ নম্বর ওয়ার্ডের মাঠে স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৫ কোটি টাকা খরচ হবে। স্থানীয় সাংসদ, বিধায়ক ছাড়াও বিভিন্ন দফতরের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। ইতিমধ্যে সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। কাজও চলছে। যদিও ক্রীড়া সংগঠনগুলির অভিযোগ, টাকা নেই তো কাজ হবে কেমন করে। সাংসদ তহবিলের টাকা শেষ হয়ে গেলে অনিশ্চিত হয়ে পড়বে প্রকল্পের ভবিষ্যৎ। এ ভাবে চলতে পারে না। তাই অন্য মাঠে গ্যালারি তৈরির দাবি জানানো হয়। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “শহরে বিভিন্ন খেলার মাঠে গ্যালারি তৈরি করা দরকার। হাই স্কুল মাঠের এক পাশে গ্যালারি করার জন্য প্রকল্প তৈরি করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে পাঠানোর প্রস্তুতি চলছে। এ দিকে স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহেরও চেষ্টা চলছে।” ইসলামপুর শহরে খেলার মাঠ বলতে কোর্ট ময়দান এবং হাই স্কুলের ময়দান। ওই দুটি মাঠে বছরের বেশির ভাগ সময় মেলা লেগে থাকে। এখানেই খেলার আয়োজন করে ক্রীড়া সংগঠনগুলি। অভিযোগ, বসার জায়গা না থাকায় মাঠে ভিড় হয় না। মহকুমা অফিসার স্পোর্টস অ্যাসোসিয়েশন সদস্য জয় বিশ্বাস বলেন, “মাঠে গ্যালারি তৈরির দাবি বিভিন্ন সময় প্রশাসনের কর্তাদের জানানো হয়েছে। প্রশাসনের কর্তারা কোর্ট ময়দানে গ্যালারি তৈরির কথা বলেছেন।” ইসলামপুর মহকুমাশাসক সুমনজিৎ সেনগুপ্ত বলেন, “কোর্ট ময়দানে দর্শকদের জন্য গ্যালারি তৈরি করার পরিকল্পনা রয়েছে। এটা হলে খেলায় উৎসাহ বাড়বে।” |