এনবিএসটিসি
বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ গৌতমের
বাম জমানায় গত ৫ বছরে ২৫ কোটি টাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে গাড়ি কিনতে বরাদ্দ দেওয়া হলেও তার একাংশ অন্য কাজে খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংস্থার বর্তমান চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বুধবার শিলিগুড়িতে তাঁর দফতরে বসে ওই অভিযোগ করেছেন। এ দিন এনবিএসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগণের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে ২৫ কোটি টাকা গাড়ি কিনতে দেওয়া হলেও ২টি মাত্র গাড়ি কেনা হয়েছে। বাকি টাকা বিভিন্ন সময়ে নিযুক্ত সংস্থার কর্মীদের বেতন দেওয়া হয়েছে। নানা দুর্নীতি হয়েছে। সব দেখা হচ্ছে।” মন্ত্রীর দাবি, অর্থ দফতরের অনুমোদন ছাড়াই বিভিন্ন লোককে কাজ পাইয়ে দিয়েছিল বাম সরকার। অথচ সংস্থা থেকে তাঁদের বেতন দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না।তাঁদের বেতন দিতেই গাড়ি কেনার খাতের একটা বড় অংশ খরচ করা হয়েছে।
বাম জমানার শেষের দিকে এক সময় এনবিএসটিসি’র চেয়ারম্যান ছিলেন সুপ্রিয় কর। প্রাক্তন চেয়ারম্যান সুপ্রিয়বাবু বলেন, “আমাদের সময় কোনও দুর্নীতি হয়নি। গাড়ি কিনতে কবে কত টাকা দেওয়া হয়েছিল তার নথি রয়েছে। সে সব না দেখে বলা সম্ভব নয়।” বর্তমানে কর্মী সংকোচনের জন্য স্বেচ্ছাবসরের আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে সরকার। ইতিমধ্যেই ৩৪৭ জন আবেদনও করেছেন। মন্ত্রীর আশা এক হাজার কর্মী রাজি হবেন। তাতে কর্মীদের খরচের খাতে অনেকটাই রাশ টানা যাবে। এ ছাড়া সংস্থার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ করা হবে। গৌতমবাবুর কথায়, “কোচবিহার শহরে এক সময় দোতলা বাস চলত। সেই ঐতিহ্য বজায় রাখতে দু’টি ওই ধরনের বাস কেনা হবে।”
তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এনবিএসটিসি ২৪টি গাড়ি কিনেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ওই কাজের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি টাকার একাংশ এসেছে, পুরনো কিছু গাড়ি নিলামে বিক্রি করে। অপর অংশ পরিবহণ দফতর দিয়েছে। আরও বেশ কিছু পুরনো পরিত্যক্ত গাড়ি রয়েছে সেগুলি বিক্রি করা হবে। নিলামে তা বিক্রির ব্যবস্থা করতে একটি কমিটি তৈরি হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি-কে। সংস্থার তরফে আরও যে সব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। অন্তত আটটি বাস টার্মিনাস তৈরি করা হবে। বালুরঘাট ডিপোর কাজের জন্য ৯০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। জেলাশাসক বিষয়টি দেখছেন। মালদহ বাস টার্মিনাস তৈরির জন্য ছ’কোটি টাকা খরচ করা হবে। সেই কাজ চলছে। হরিরামপুর, বুনিয়াদপুর, হেমতাবাদ, ধূপগুড়িতেও বাস টার্মিনাস তৈরি হবে। অন্যান্য ক্ষেত্রে পরিকাঠামো সংস্কার করা হবে।
কালিয়াগঞ্জ ডিপোর জমি সমস্যা নিয়ে রাজ্য পুর দফতরের সঙ্গে কথা বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাঁর অভিযোগ কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষ বেআইনি ভাবে ডিপোর জায়গা দখল করছেন। যদিও পুর কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন, পুরসভার তরফে কালিয়াগঞ্জ ডিপোর জন্য যে জমি দেওয়া হয়েছিল তা নিয়ম মাফিক হস্তান্তর হয়নি। সন্ধ্যার পর ডিপো চত্বরে নানা অসামাজিক কাজকর্ম নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.