টুকরো খবর
সিনেমা হলের ভিতরে ধর্ষণের নালিশ, ধৃত
সিনেমা হলের ভিতরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার গোপালনগরের ওই ঘটনায় অভিযুক্ত যুবককে নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মোবাইলে মিসড্ কলের সূত্র ধরে গোপালনগরের মাঝডোব এলাকার বছর কুড়ির ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় কাইসি মণ্ডল নামে ধানতলা বাজার এলাকার বাসিন্দা এক যুবকের। ফোনেই আলাপ গাঢ় হয়। মেয়েটিকে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দেয় কাইসি। গত ৯ ডিসেম্বর বনগাঁ শহরের একটি সিনেমা হলে যায় দু’জন। সেখানেই মেয়েটিকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার আরজিকর হাসপাতালে। ১১ ডিসেম্বর গোপালনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন মেয়েটির দাদা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, মেয়েটিকে মিথ্যা নাম-ঠিকানা বলেছিল ওই যুবক। ৯ ডিসেম্বর ওই তরুণীর পরিচিত এক ব্যক্তি ছেলেটিকে বনগাঁয় দেখেছিলেন। তাঁরই সহযোগিতায় গোপালনগরের পুলিশ কাইসির খোঁজ পায়। আদালতে টিআই প্যারেডের আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

জাল লটারির টিকিট বিক্রেতা ধৃত বসিরহাটে
জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে তিন জনকে গণধোলাই দেওয়ার পরে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি ফেরিঘাটে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রবীন্দ্রনাথ কুণ্ডু, সুজিত দাস ও সুব্রত রায়। প্রত্যেকেরই বাড়ি নবদ্বীপে। ধৃতদের কাছ থেকে মোট ২২টি জাল টিকিট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ধৃত তিন জন হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাটের কাছে বিভিন্ন রাজ্যের লটারির টিকিট বিক্রি করছিল। টিকিটের কাগজ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা টিকিট বিক্রেতাদের প্রশ্ন করেন। তাদের মারধরও করা হয়। পরে জাল টিকিট বিক্রির কথা স্বীকার করেন ওই তিন জন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে ওই টিকিট বিক্রেতাদের উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

বেআইনি চাল মজুতের নালিশ
বেআইনি চাল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গোরা বসু। তার কাছ থেকে ৬১ কুইন্টাল চাল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রেশনের চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসছিল। সেই অভিযোগের তদম্তে নেমে পুলিশ হাড়োয়া বাজারের চাল ব্যবসায়ী গোরা বসুকে গ্রেফতার করে। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “বাজেয়াপ্ত করা চালের কোনও নথি দেখাতে না পারাতেই তাঁকে ধরা হয়েছে।”

কলেজে জয়ী টিএমসিপি
বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবার পাঠানখালি হাজি দেশরথ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৫৫টি আসনেই জয়লাভ করেছে টিএমসিপি। আগেও এই কলেজে টিএমসিপিই ক্ষমতায় ছিল। এই হারের পিছনে প্রচারে ঘাটতিকেই দায়ী করেছেন বাম ছাত্র নেতারা। গতবার ৫১টি আসনের মধ্যে ৪৯টি ছিল টিএমসিপির দখলে। এই ফলাফল তাদের উজ্জীবিত করবে বলে জানিয়েছেন টিএমসিপি নেতৃত্ব।

ঝড়-বৃষ্টিতে ওলট পালট ক্যানিংয়ের বইমেলা
ছবিটি তুলেছেন সামসুল হুদা।
গত ৮ ডিসেম্বর থেকে ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্সের মাঠে শুরু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা। মঙ্গলবার রাতের ঝড় ও বৃষ্টি ওলটপালট করে দিয়েছে সব কিছু। প্রকাশকদের দাবি, মঙ্গলবার রাতের প্রাকৃতিক বিপর্যয়ে তাঁদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.