যশোহর রোডে অবরোধ তুলতে গিয়ে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধল। ইটের আঘাতে জখম হয়েছেন জনা চারেক পুলিশ কর্মী। পুলিশের লাঠিতেও অল্পবিস্তর চোট পেয়েছেন কয়েক জন। গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান গোপালনগরের সুন্দরপুর ও বনগাঁর দেবগড়ের কয়েকশো মানুষ। |
পরে বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্তের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে বেলা ৩টে নাগাদ বনগাঁর বাটারমোড়ে যশোহর রোড অবরোধ শুরু করেন বাসিন্দারা। ব্যস্ততম ওই এলাকায় অবরোধের জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চূড়ান্ত দুর্ভোগে পড়েন স্থানীয় মানুষজন। সীমান্ত-বাণিজ্যেও প্রভাব পড়ে। সারি সারি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে গরু পাচার। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। এ সবের প্রতিকার চেয়েই অবরোধ।
পুলিশ কর্তারা জনতাকে বুঝিয়ে-সুঝিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে কটূক্তি ভেসে আসতে থাকে। এক সময়ে পুলিশ কর্মীদের চটি-জুতো দেখানো হয়। |
পুলিশ জানিয়েছে, হঠাৎই তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে কেউ কেউ। এতে পরিস্থিতি ঘোরাল হয়। পাল্টা লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।
এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কিত পথচারীরাও এ দিক ও দিক ছোটাছুটি শুরু করেন। দোকানপাটের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। জনতা কিছু ক্ষণ পরে ছত্রভঙ্গ হয়ে পড়ে। সন্ধে ৬টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসডিপিও।
|
ছবি দু’টি তুলেছেন পার্থসারথি নন্দী। |