এ বার নেতৃত্ব নিয়েও জট বাংলায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হায়দরাবাদ ম্যাচের আগে অপ্রত্যাশিত জট তৈরি হল বাংলা অধিনায়কত্ব নিয়ে। মনোজ তিওয়ারির চোট। তিনি বাকি রঞ্জি মরসুমে নেই। ধরা হচ্ছিল, সহ-অধিনায়ক ঋদ্ধিমান সাহা বাকি দু’ম্যাচে অধিনায়কত্ব করবেন। কিন্তু ঋদ্ধি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব করতে চান না। কারণ তা হলে তাঁর খেলার উপর প্রভাব পড়বে। টিম ম্যানেজমেন্ট থেকে ঋদ্ধিকে বলা হয়েছে, চিঠি দিয়ে তাঁর সিদ্ধান্ত সিএবিকে জানাতে।
নির্বাচকদের কেউ কেউ ঋদ্ধির এই সিদ্ধান্তের কথা বুধবার রাত পর্যন্ত জানতেন না। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত শহরের বাইরে। বৃহস্পতিবার ফিরে তিনি ব্যাপারটা নিয়ে বসবেন। তবে ঋদ্ধিকে যদি শেষ পর্যন্ত না বোঝানো যায়, তা হলে বাকি দুই ম্যাচে অধিনায়কত্ব তুলে দেওয়া হবে লক্ষ্মীরতন শুক্লর হাতে। অনুষ্টুপ মজুমদার একটা বিকল্প হতে পারতেন। কিন্তু তাঁর চোট না সারায় তিনিও হায়দরাবাদ ম্যাচে নেই।
এক দিকে অধিনায়কত্ব নিয়ে জট। অন্য দিকে ডামাডোলের ড্যামেজ কন্ট্রোল। রঞ্জি-বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে লক্ষ্মী-ঋদ্ধির মতো সিনিয়রদের সঙ্গে এক-দু’দিনের মধ্যেই বৈঠকে বসতে চেয়েছেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বাংলার কোচ রামনকেও ডাকা হবে। তবে সৌরাষ্ট্র ম্যাচের ম্যানেজার্স রিপোর্ট এখনই জমা পড়ছে না। বাংলা ম্যানেজার সমীর দাশগুপ্ত বললেন, “রিপোর্টে ভাল কিছু নেই। ওই রিপোর্ট যদি এখন জমা দিই, তা হলে টিমের মনোবল আরও ভেঙে যাবে। হায়দরাবাদ ম্যাচে কী হয় দেখে রিপোর্ট জমা দেব।” এ দিনই শহরে এলে পড়ল হায়দরাবাদ দল। ভিভিএস লক্ষ্মণ অবশ্য আসেননি। ইডেনে তিনি খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চিত হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট।
এ দিকে, রেলওয়েজের বিরুদ্ধে বাংলার শেষ গ্রুপ ম্যাচ সরানো হতে পারে কল্যাণীতে। ৩ জানুয়ারি ভারত-পাকিস্তান এক দিনের ম্যাচ, তাই ২৯ ডিসেম্বর শুরু বাংলা বনাম রেলওয়েজ ম্যাচ ইডেনে হবে না। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে যা পিচ, তাতে ম্যাচে রেজাল্ট হবে কি না তা নিয়ে অনিশ্চিত বাংলা। সে ক্ষেত্রে কল্যাণীর পেসার-সহায়ক উইকেটে ম্যাচ হতে পারে। অন্য দিকে, ৩ জানুয়ারি ইডেনের ভারত-পাক ম্যাচের সময় এগিয়ে আসছে। দুপুর আড়াইটের জায়গায় ম্যাচ শুরু হতে পারে বেলা বারোটায়। পাকিস্তান থেকে যে বিশিষ্ট ব্যক্তিরা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ এগিয়ে আনা হচ্ছে। |