দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় • কলকাতা |
মোহনবাগান-২ (ওডাফা-পেনাল্টি, স্ট্যানলি)
ভবানীপুর-১
(সঞ্জু) |
সেই ওডাফা। সেই রেফারি।
ক্যালেন্ডারের বিশেষ দিন বারো-বারো-বারোতে ব্যারেটো বনাম ওডাফা। ‘সবুজ-তোতা’ বনাম ‘কিং কোবরা’। ময়দানের অতীত এবং বর্তমান ‘ক্রাউড পুলার’-এর লড়াই। সম্মুখসমরে গোল না-পেয়ে ‘অতীত’ যখন পরাজিত তখন ‘বর্তমান’ গোল তো করলেনই উলটে রেফারির ওপর অসন্তোষও প্রকাশ করলেন পুরোদমে। ২-১ গোলে ম্যাচ জেতার মাঝে ফের রেফারির ওপর চড়াও উগ্র সবুজ- মেরুন সমর্থকরাও।
ইস্টবেঙ্গল ছেড়ে মহামেডানে গিয়ে লাল-হলুদের বিরুদ্ধে পেনাল্টি বাইরে মেরে ইতিহাস হয়েছিলেন আমেদ খান। ভবানীপুরের হোসে ব্যারেটো কিন্তু বাড়ি ফেরার সময় আবেগতাড়িত না হয়ে বলে গেলেন, “মানসিক দিক থেকে পিছিয়ে রয়েছে মোহনবাগান।”
ময়দানে ভবানীপুরের পরিচয় ‘মিনি মোহনবাগান’। সবুজ-মেরুনের সব কর্তাই এই ক্লাবের গুরুত্বপূর্ণ পদে। তাদের বিরুদ্ধে কেন মানসিকতায় পিছিয়ে ওডাফার দল?
উত্তরটা, রবিবারের বিতর্কিত ডার্বির জের। আর তার প্রভাব এতটাই যে, প্রথম মিনিটেই পেনাল্টি থেকে ওডাফার গোলের পরেও সমর্থকরা তীব্র প্রতিক্রিয়াশীল। এতটাই যে, ভবানীপুরের সঞ্জু কুমারের গোল মাথার বদলে হাত দিয়ে হয়েছে বলে বিরতিতে রেফারি প্রবীর ধরের ওপর চড়াও একদল উন্মত্ত সবুজ-মেরুন সমর্থক। |
আবার ওডাফা, আবার রেফারি। ছবি: শঙ্কর নাগ দাস। |
মোহনবাগান ফুটবল সচিব উত্তম সাহা উদ্যোগ নিয়ে তাদের না-সরালে পরিস্থিতি অন্য রকম হতেই পারত। কী ভাবে ফুটবল ‘হল্লাবাজ’-রা রেফারির ড্রেসিংরুমে? কেন রেফারির প্রয়োজনীয় নিরাপত্তা নেই? কোথায় পুলিশ? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় যা শুনে বলছেন, “ফের যাতে এ রকম না-হয় সেই ব্যবস্থা নিচ্ছি।” আর বিধাননগরের অতিরিক্ত নগরপাল আরএন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কেউ তো কোনও অভিযোগ করেনি।”
বিরতিতে ১-১ ড্র চলছে। এই পরিস্থিতিতে নিজের পঞ্চম ম্যাচে প্রথম জয় আনতে দুটো পরিবর্তন কাজে লাগল মোহন কোচ করিমের। নড়বড়ে লেফট ব্যাক দীপকের বদলে বিশ্বজিৎ। পাঁজরের চোটে কাবু এবং রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট ওডাফার বদলে দীপেন্দু। মণীশ-স্নেহাশিসরা এর পরই পাল্লা দিয়ে বল ফেলতে লাগলেন ভবানীপুর বক্সে। আর সেই বল হেড করে স্ট্যানলিকে নামিয়ে দেওয়া শুরু দীপেন্দুর। ৫৩ মিনিটে ডান দিক থেকে মণীশ ভার্গবের এ রকমই ভাসমান বলে হেড দিয়ে জয়ের গোল স্ট্যানলির। ফলে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে আপাতত গ্রুপে দ্বিতীয় মোহনবাগান। তবে মাঠে মেহরাজদের রক্ষণ এবং বাইরে জঙ্গি সমর্থকরা কিন্তু কাঁটা হয়ে বিঁধছে বাগানে।
|
মোহনবাগান: অরিন্দম, নির্মল (আইবর), মেহরাজ, খেলেম্বা, দীপক (বিশ্বজিৎ), মণীশ, রাকেশ, ডেনসন, স্নেহাশিস, স্ট্যানলি, ওডাফা (দীপেন্দু)। |