গম্ভীরের বিরুদ্ধে ধোনি-ধামাকা |
ভারতীয় ক্রিকেটে ডামাডোল যখন তুঙ্গে, সেই সময় নতুন বিস্ফোরণ ঘটল ধোনি-গম্ভীরকে নিয়ে। মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া এক রিপোর্টে বলা হয়েছে, ভারত অধিনায়ক কী কী অভিযোগ এনেছেন তাঁর দলের ওপেনারের বিরুদ্ধে। গম্ভীরের বিরুদ্ধে এই অভিযোগনামা ধোনি সরাসরি জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে।
|
• ইদানীং গম্ভীর নিজের ভেতর ঢুকে থাকে। দলে নিজের জায়গাটা টিকিয়ে রাখতেইশুধু ফোকাসড। ওর ধারাবাহিক খারাপ ব্যাটিং ফর্মের কারণে ওর মধ্যে এ রকম স্বার্থপর মানসিকতা গড়ে উঠেছে...
• মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে ওর ব্যাটিংয়ে স্পষ্ট, গম্ভীর দলের প্রয়োজনে নয়, নিজের জন্য খেলেছে। অন্য প্রান্তে টেলএন্ডারদের উইকেট বাঁচিয়ে রাখার বদলে ও বেশি আগ্রহী ছিল নিজে নট আউট থাকতে। সে জন্য ওভারের প্রথম বা দ্বিতীয় বলে সিঙ্গলস নিয়ে সোয়ান বা পানেসরের সামনে টেলএন্ডারদের ফেলে দিতেও পিছপা হয়নি...
• ওই সময় ভারতের দ্রুত কিছু রানের দরকার ছিল। যাতে দলের বোলাররা অন্তত কিছুটা লড়াইয়ের রসদ পায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে। প্রতিটা রান তখন গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু গম্ভীরের ক্রিজে নিশ্চুপ দর্শক হয়ে থাকাটাই পছন্দের ছিল। গোটা পৃথিবী দেখেছে, ওর ব্যাটিংয়ে দলের স্বার্থ রক্ষার লক্ষণ ছিল না।...
• ইডেনে প্রথম ইনিংসে সহবাগ আর দ্বিতীয় ইনিংসে পূজারা দু’টো রান আউটই গম্ভীরের দোষে হয়েছে। সহবাগের ক্ষেত্রে পরিষ্কার তৃতীয় রানটা ছিল। কিন্তু গম্ভীর তৃতীয় রান নিতে অস্বীকার করেছিল। পূজারার বেলায় ‘কল’টা ছিল গম্ভীরের। কিন্তু ভুল ‘কল’ ছিল। ইংল্যান্ডের দ্রুততম বোলার ফিনের সামনে সেই সময় গম্ভীর অস্বস্তিতে ছিল। হয়তো চেয়েছিল নিজে স্ট্রাইক থেকে সরতে... |
পর্দার আড়ালে
এমনিতে ধোনি আর গম্ভীরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গম্ভীরের দায়বদ্ধতা ও একাত্মতা নিয়েও ধোনির সন্দেহ নেই। গম্ভীর যে এ সব ইচ্ছে করে করেছে তা ধোনি বিশ্বাস করে না। আসলে গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেটে বহু দিন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে দলের স্বার্থ ভুলে গিয়ে নিজে সাফল্য পেতে মরিয়া হয়ে উঠেছিল।
(নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ক্রিকেটার ধোনির অভিযোগ ফাঁস করার পর আরও যা বলেছেন)। |
|