|
ফিনের চোটে সমস্যায় ইংল্যান্ড
রাজীব ঘোষ • নাগপুর |
|
স্টুয়ার্ট ব্রডের পর এ বার স্টিভন ফিনকে নিয়েও অনিশ্চয়তা। ২৮ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন ভাঙার চিন্তা কিছুটা হলেও ঢুকে পড়ল ইংল্যান্ড শিবিরে।
ব্রডের বাঁ পায়ের গোড়ালিতে চোট, তাই তিনি যে নাগপুর টেস্টে মাঠে নামতে পারবেন না, তা জানিয়েই দিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু ফিনকেও কি পাবেন দলে? ইংল্যান্ডের দ্রুততম পেসারের শিরদাঁড়ার নীচের দিকের ডিস্কে সমস্যা। বুধবার প্র্যাক্টিসেই নামতে পারলেন না। এমন অবস্থায় কুক তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ফিন না খেলতে পারলে অবশ্য টিম ব্রেসনান রয়েছেন, যাঁকে প্রথম টেস্টের পর বসিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ফিনের ফিটনেস পরীক্ষা নিয়ে তবেই সিদ্ধান্ত।
দলের দুই সেরা পেসার না থাকলে দুই স্পিনারের কাজ বাড়বে। সোয়ান, পানেসর তো রয়েছেনই, ট্রেডওয়েল, পটেলরাও তৈরি মাঠে নামার জন্য। ক্যাপ্টেন কুক স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, “দু’জন বিশ্বমানের স্পিনার থাকাটা আমাদের কাছে বড় ব্যাপার।” শেষ টেস্টেও সমিত পটেলের খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কুক।
ডেভিড গাওয়ারের ইংল্যান্ড দলের পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের হাতছানি। এই সময়ে সাজঘরে আবেগের কোনও জায়গা নেই বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক। বলেন, “কলকাতায় সবাই ভাল পারফরম্যান্স করেছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পরপর দুটো টেস্টে জেতায় কেউ যদি মনে করে আমরা শেষ টেস্টেও জিতব, তা হলে বড় ভুল হবে। এ সব আবেগ-টাবেগ ঝেড়ে ফেলে আরও একটা টেস্ট মনে করেই মাঠে নামব আমরা।” আগের দুই টেস্টের ফরমুলার বাইরেও যে যেতে চায় না ইংল্যান্ড, তাও জানিয়ে দিলেন অধিনায়ক। বললেন, “আমদাবাদেই মনে হয়েছিল, যদি আমরা নিজেদের খেলা খেলতে পারি, তা হলে লড়াইয়ে ফিরতে পারি। সেই জন্যই পরের দুটো টেস্ট জেতায় খুব একটা অবাক হইনি। এই টেস্টেও আমাদের তেমনই খেলতে হবে। দলের সবাইকে সেই কথাই বলেছি।”
ভারতীয় ক্রিকেটের সংসারে ঘোর অশান্তি। তা সত্ত্বেও ভারত মাঠে শেষ কামড় দিতে মরিয়া বলেই মনে করেন কুক। সেই কথা ভেবেই বেশ সাবধান তাঁরা। কুক বললেন, “দুঃসময়ে এমন হয়। বাইরের বিষয়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু আমার বিশ্বাস, নিজেদের রেকর্ড অক্ষত রাখার জন্য ভারত লড়বে। আমরাও পালটা চ্যালেঞ্জ জানাব। লড়াইটা জমে যাবে বলেই মনে হচ্ছে।” |