নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
তৃণমূলের বিদ্রোহী নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বুধবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাল সিপিআই (এমএল) লিবারেশন। লিবারেশনের নেতাদের দাবি, ‘‘উনি (রবীন্দ্রনাথবাবু) তো বলেছেন, চাষিদের পাশে আছি, ছিলাম, থাকব। চাষিদের সমস্যার এখনও কোনও সমাধান নেই। এই পরিস্থিতিতে মাস্টারমশাই চাষিদের আন্দোলনের নেতৃত্ব দিন।’’ সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথবাবু অবশ্য এর আগে জানিয়েছিলেন, তিনি আপাতত রাজনীতি থেকে দূরেই থাকতে চান।
এ দিন সিঙ্গুরে কার্যত পুলিশি ঘেরাটোপে সিপিআই (এম এল) লিবারেশন মিছিল ও পথসভা করে। |
সিপিআই (এমএল) লিবারেশন-এর মিছিল সিঙ্গুরে। ছবি: দীপঙ্কর দে |
কামারকুণ্ডু রেলগেট থেকে মিছিল গোপালনগর, বাজেমিলিয়া হয়ে বারোহাত কালীতলা মাঠে যায়। সেখানে একটি পথসভায় লিবারেশন নেতা কার্তিক পাল বক্তৃতা করেন। চলতি মাসের ২ তারিখ ওই এলাকা থেকেই পুলিশ দলের ছয় নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল। সেখানে তাঁদের দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখা হয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই শুরু হয়। পরে অবশ্য পুলিশ লিবারেশনের নেতাদের মধ্যস্থতায় আটক ছ’জনকে ছেড়ে দেয়। সে দিন পুলিশের ব্যাখ্যা ছিল, গ্রামবাসীদের ফোন পেয়ে পুলিশ গ্রামে যায়। অচেনা মুখ দেখে আতঙ্কিত গ্রামবাসীরাই পুলিশকে ফোন করেছিলেন। লিবারেশনের রাজ্য নেতা সজল অধিকারীর ব্যাখ্যা, “আসলে সিঙ্গুরে তৃণমূলের জমি একেবারেই আলগা হয়ে গিয়েছে। তাই যে কোনও দলের কর্মসূচিকেই ওঁরা ভয় পাচ্ছেন।” এই প্রেক্ষিতেই লিবারেশন নেতাদের আহ্বান, সিঙ্গুরে কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দিন মাস্টারমশাই। দলের একটি সূত্রের খবর, ইতিমধ্যেই লিবারেশন নেতারা বর্ষীয়ান এই তৃণমূল নেতার সঙ্গে দেখা করেছেন। |