টুকরো খবর
গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার গোঘাটের গ্রামে, উত্তেজনা
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল গোঘাটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, মৌসুমী পাকড়ে (১৯) নামে ওই বধূর দেহ মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে খবর জানার পরে মৃতার আত্মীয়দের সঙ্গে শ্বশুরবাড়ির লোকেদের হাতাহাতি হয়। পরে মৃতার পরিবারের লোকজন মৌসুমীদেবীর স্বামী সুমন পাকড়ে, শ্বশুর বিকাশ ও শাশুড়ি বিজলাদেবী-সহ তিন জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন থানায়। অভিযুক্তেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাত মাস আগে গোঘাটের কুড়েলা গ্রামের মৌসুমীর সঙ্গে বিয়ে হয়েছিল গোঘাটেরই আগাইয়ের বাসিন্দা সুমনের। মৌসুমী বাবা বিদ্যুৎ ধারা বলেন, “আমরা পাত্রপক্ষের দাবি মত দেনা-পাওনা মিটিয়েছিলাম। কিন্তু বিয়ের দু’মাস কাটতে না কাটতেই জামাই মোটরবাইক কেনার জন্য ৩০ হাজার টাকা চায়। আমরা সেই টাকা দিতে না পারায় মেয়ের উপরে অত্যাচার শুরু হয়। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই মরতে বাধ্য হয়েছে মেয়ে। ওকে খুনও করা হতে পারে। কিছুই বুঝতে পারছি না। পুলিশ খতিয়ে দেখুক।”

উত্তরপাড়ায় বইমেলা
দ্বাদশ উত্তরপাড়া বইমেলা শেষ হয়েছে। উত্তরপাড়া স্টেশন-সংলগ্ন মনমোহন উদ্যানে ওই মেলার আয়োজন করেছিল ‘সমন্বয়’। ২ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন সাহিত্যিক নবনীতা দেবসেন। উপস্থিত ছিলেন কবি বীথি চট্টোপাধ্যায়-সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা। সমন্বয়ের সম্পাদক দিলীপ যাদব জানান, ৭২টি বইয়ের স্টল ছিল। লিটিল ম্যাগাজিনেরও স্টল ছিল। এ ছাড়াও সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রতিষ্ঠান এবং কম্পিউটার সংস্থা স্টল দিয়েছিল। মেলা চত্ত্বরে শিল্পীরা ছবি আঁকেন। গিটার বাজিয়ে চলে সান্ধ্য আড্ডা। দিলীপবাবুর দাবি, “প্রায় ৫০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।” বইয়ের বিকিকিনি ছাড়াও মেলার মঞ্চে প্রতিদিন হরেক রকম অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সব অনুষ্ঠানের তালিকায় ছিল গান, নাচ, আবৃত্তি, ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা পাঠ প্রভৃতি। বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান, বেচারাম মান্না, রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ-সহ অনেকে।

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, জখম ২০ জন
নিজস্ব চিত্র।
বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় বাসের চালক-সহ ২০ জন যাত্রী জখম হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়িতে মুম্বই রোডে। আহতদের পাঁচলার গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি ছিল শ্রীরামপুর-বীরশিবপুর রুটের। যাত্রী-বোঝাই বাসটি মুম্বই রোড ধরে শ্রীরামপুরের দিকে যাচ্ছিল। সন্ধে ৭টা নাগাদ ধুলাগড়ি টোলপ্লাজা পার হওয়ার পরেই বাসটির সঙ্গে ওই ট্রাকটির ধাক্কা লাগে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোলপ্লাজা ছাড়িয়ে মুম্বই রোডে একটি ডিভাইডার রয়েছে। সেখান দিয়ে একটি লরি লেন পরিবর্তন করছিল। সে সময়ে বাসটি হঠাৎই ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহত যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

বামফ্রন্টের স্মারকলিপি
ছবি: তাপস ঘোষ।
পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণে বৈষম্যের অভিযোগে হুগলি জেলাশাসককে স্মারকলিপি দিল জেলা বামফ্রন্ট। বুধবার সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপির সদস্যেরা জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুর্দশন রায়চৌধুরী, রূপচাঁদ পাল, ফরওয়ার্ড ব্লকের নৃপেন চক্রবর্তী-সহ বাম নেতৃত্ব। সিপিএমের জেলা সম্পাদক সুর্দশন রায়চৌধুরী বলেন, “জেলা প্রশাসনের করা আসন সংরক্ষণে গড়মিল আছে। জেলাশাসক মনমীত নন্দা বলেন, “আমরা নির্বাচন কমিশনের পদ্ধতি মেনেই সংরক্ষণ করেছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.