নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
তারাপীঠে পুজো দিয়ে গাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দমদম নাগেরবাজারের এক তৃণমূল নেতার। চালক-সহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের মহেশটিকুরিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর।
পুলিশ জানায়, মৃতের নাম দেবাশিস দাস (৪৭)। তাঁর বাড়ি নাগেরবাজারের সাতগাছিয়ায়। তিনি উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দুই দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে তারাপীঠে গিয়েছিলেন দেবাশিস। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। মহেশটিকুরিতে ওই রাস্তার ধারেই একটি রাসায়নিক তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে পিচবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে রাস্তায় উঠছিল। |
সে সময়ে দেবাশিসবাবুদের গাড়িটি ওই ট্রাককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দেবাশিসবাবুর মৃত্যু হয়। বাকিরা আহত হন। গাড়ি দু’টি দাউদাউ করে জ্বলতে থাকে। ছুটে আসেন আশপাশের লোকজন। এক্সপ্রেসওয়ের কলকাতামুখী লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। দমকল এসে আগুন নেভায়। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। দেবাশিসবাবুর মৃতদেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। উত্তর দমদমের তৃণমূল বিধায়ক সুজিত বসু, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত রাতে ওয়ালশ হাসপাতালে আসেন। |