বিশিষ্ট কণ্ঠসঙ্গীতশিল্পী মানস চক্রবর্তী প্রয়াত হয়েছেন। বুধবার একটি নার্সিংহোমে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭০ বছর। এ দিন দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়। উপস্থিত ছিলেন অনেক শিষ্য ও অনুরাগী। ছিলেন বহু বিশিষ্ট শিল্পীও। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর পুত্র মানসের জন্ম ১৯৪২-এ, ফরিদপুরের কোটালিপাড়ায়। সেখানকার চক্রবর্তী-পরিবার শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে ‘কোটালি’ ঘরানার প্রবক্তা। সেই ঘরানাতেই এর পরে দেশে-বিদেশে খ্যাতি ছড়িয়ে পড়ে মানস চক্রবর্তীর। পাঁচ বছর বয়সেই বাবার কাছে মুখে মুখে গান শেখার শুরু। তেরো বছর বয়সে সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ। তার পরে বহু সম্মেলনে গেয়েছেন, বহু সম্মান পেয়েছেন, প্রকাশিত হয়েছে বেশ কিছু রেকর্ডিংও। টিভি সিরিয়াল ও কয়েকটি চলচ্চিত্রের জন্যও গান গেয়েছিলেন তিনি। এ ছাড়া ‘সদাসন্ত’ ছদ্মনামে রচনা করেছেন বেশ কিছু ‘বন্দিশ’। তাঁর লেখা বাংলা গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। লিখতেন কবিতাও। প্রকাশিত হয়েছে কবিতার বই ‘তুমিও ভেতরে নীল নক্ষত্র’। পাশাপাশি, তিনি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষকও। উস্তাদ আমজাদ আলি খান বলেছেন, ভারতীয় রাগ সঙ্গীতের ক্ষেত্রে তাঁর মৃত্যু এক বিরাট ক্ষতি। |