তিনটি পেনশন প্রকল্প বাজারে ছাড়ল এইচডিএফসি লাইফ। তাদের দাবি, বেসরকারি সংস্থা হিসেবে তারাই প্রথম আইআরডিএ-র জাতীয় পেনশন প্রকল্পের নির্দেশাবলি মেনে এগুলি এনেছে। প্রকল্পগুলি হল, এইচডিএফসি লাইফ পেনশন সুপার প্লাস, এইচডিএফসি লাইফ সিঙ্গল প্রিমিয়াম পেনশন সুপার এবং এইচডিএফসি লাইফ নিউ ইমিডিয়েট অ্যানুইটি। প্রথমটিতে কয়েক বছর ধরে প্রিমিয়াম দেওয়ার পর অ্যানুইটি প্রকল্প কিনে পেনশন পাওয়া যাবে। দ্বিতীয়টিতে একবারই থোক টাকা প্রিমিয়াম দিয়ে, নির্দিষ্ট সময়ের পর জমা টাকায় অ্যানুইটি প্রকল্প কিনতে হবে। তৃতীয়টিতে থোক টাকা দিয়ে সরাসরি অ্যানুইটি প্রকল্প কিনে চটজলদি পেনশনের ব্যবস্থা করা যাবে। প্রকল্পগুলি ইউনিট লিঙ্কড। তবে ন্যূনতম টাকা ফেরতের গ্যারান্টি রয়েছে।
|
কার কী ধরনের জীবন বিমা প্রকল্প কেনা উচিত, সে বিষয়ে অনলাইনে পরামর্শ দেওয়ার পরিষেবা আনল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইনশিওরেন্স। এ জন্য নতুন সফটওয়্যার তৈরি করেছে সংস্থা। পলিসি পছন্দ ছাড়া কেওয়াইসি বিধি অনুযায়ী নথিবদ্ধ হওয়া, ঠিকানা বদল-সহ আরও কিছু কাজ অনলাইনেই সেরে ফেলা যাবে। সংস্থার দাবি, অনলাইন ব্যবস্থায় এই ধরনের পরিষেবা এ দেশে তারাই প্রথম চালু করল। |