|
|
|
|
ছিনতাইয়ে বাধা, জখম বাইক আরোহী |
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
ছিনতাইয়ে বাধা পেয়ে এক মোটরবাইক আরোহীকে কুপিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় ওই বাইকআরোহী সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মঙ্গলবার রাত ৮.২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে লাভপুরের লাঘাটা সংলগ্ন রেলগেটের কাছে, সিউড়ি-কাটোয়া সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন মোটরবাইকে করে লাভপুরে পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন দেবদুলাল সূত্রধর। ওই সময় রেলগেট লাগোয়া কালভার্টের কাছে একটি বাইক দাঁড় করানো ছিল। বাইকটি খারাপ হয়ে গিয়েছে বলে দেবদুলালবাবুর কাছে স্থানীয় কোনও গ্যারাজে পৌঁছে দেওয়ার অনুরোধ করে দুষ্কৃতী দলের এক জন। দেবদুলালবাবু বাইক থামাতেই কালভার্টের নীচ থেকে আরও ৫ জন দুষ্কৃতী বেরিয়ে এসে তাঁর উপরে চড়াও হয়। প্রথমে তাঁর কাছ থেকে সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়। এর পর তাঁকে আটকে রেখে বাইক হাতানোর জন্য দুষ্কৃতীরা মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দেবদুলালবাবু প্রতিরোধ করেন। |
|
হাসপাতালে দেবদুলাল সূত্রধর। —নিজস্ব চিত্র। |
সিউড়ি সদর হাসপাতালের বেডে শুয়ে দেবদুলালবাবু বলেন, “প্রথমে আমি এক জনকে জাপটে ধরে চিৎকার করি। তখন দুষ্কৃতীরা পিস্তল দিয়ে মাথায় আঘাত করে। তাতেও কাজ না হওয়ায় পিঠে ভোজালির কোপ মারে। লোকজন ছুটে এলে তারা চম্পট দেয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।” লাভপুর থানা সূত্রে জানা গিয়েছে, ওই ছিনতাইয়ের আগে দুষ্কৃতীরা স্থানীয় বাকুলের বাসিন্দা সম্রাট মাইতি নামে এক যুবকের বাইক আটক করে। তাঁকে ও তাঁর জামাইবাবুকে মাঠের মধ্যে বেঁধে রেখে দু’টি সোনার হার ছিনতাই করে বলে অভিযোগ। যে বাইকটি খারাপ হয়েছিল বলে দেবদুলালবাবুর কাছে দুষ্কৃতীরা সাহায্য চায়, ওই বাইকটি সম্রাটবাবুদের। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে। অন্য দিকে সম্রাটবাবু বলেন, “আমরা লাভপুরের দিকে যাচ্ছিলাম। দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে আমাদের আটকে হার ছিনিয়ে নেয়। পরে মাঠের মধ্যে বেঁধে ফেলে রেখে চলে যায়।” জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। ঘটনাস্থলে ফেলে যাওয়া কিছু সূত্র ধরে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।” |
|
|
|
|
|