শিশু ও মহিলা বিভাগ এক ছাদের তলায় আনতে তৎপরতা শুরু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ জন্য নতুন ভবন তৈরি হবে বলে শনিবার জানালেন মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র। রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতেই শহরে এসেছিলেন সৌমেনবাবু। নতুন ভবন তৈরির জন্য প্রায় ১ হাজার ৮০০ বর্গমিটার জায়গা প্রয়োজন। হাসপাতাল চত্বরেই প্রয়োজনীয় জায়গা রয়েছে। আপাতত চারতলা ভবন তৈরি হবে। এ জন্য ১৬ কোটি টাকা বরাদ্দও হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী বলেন, “যত দ্রুত সম্ভব কাজ শুরুর চেষ্টা চলছে।”
প্রস্তাবিত ভবনের কাজ শুরু নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে বৈঠক হয়েছে। নতুন ভবনটি হবে আট তলা। সামগ্রিক ব্যয় আনুমানিক ৪০ কোটি টাকা। আপাতত বরাদ্দ ১৬ কোটি টাকায় চার তলা ভবন তৈরি হবে। এখানে শিশু ও মহিলা বিভাগ নিয়ে অভিযোগের অন্ত নেই। অনেক সময়ই একই শয্যায় দু’জনকে থাকতে হয়। হাসপাতালের এক আধিকারিক বলেন, “নতুন ভবনে শয্যা বাড়বে।” ক’মাস আগেই হাসপাতালে ১২টি শয্যার এসএনসিইউ চালু হয়েছে। এই হাসপাতালে দিনে গড়ে ৮০-৮৫ জন শিশু ভর্তি থাকে। নতুন ভবন তৈরি হলে সেই চাপ কিছুটা কমবে। |
দীর্ঘ গড়িমসির পর অবশেষে ওষুধ দোকানও চালু হতে চলেছে মেডিক্যালে। পিপিপি মডেলে তৈরি দোকানটি ১১ ডিসেম্বর চালু হবে বলে হাসপাতাল সূত্রে খবর। অক্টোবরের গোড়ায় এই ওষুধ দোকান চালুর কথা ছিল। জায়গা সংক্রান্ত সমস্যায় তা হয়নি। অবশেষে দোকানের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের এক আধিকারিক বলেন, “অধিকাংশ ক্ষেত্রে ওষুধের দামে ২৫-৩০ শতাংশ ছাড় মিলবে। কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত। এর ফলে গরিব মানুষ উপকৃত হবেন।” মেদিনীপুর মেডিক্যালে আই ব্যাঙ্ক খোলার অনুমোদন মিলেছে বলেও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানিয়েছেন। |