বিশ্ব এডস দিবস উপলক্ষে সচেতনা শিবিরের আয়োজন করল যৌথভাবে হাওড়া জেলা পুলিশ ও উলুবেড়িয়া মহকুমা আইনি পরিষেবা (লিগ্যাল এডস সার্ভিস) বিভাগ। শনিবার শিবির অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া কলেজে। ছাত্র-ছাত্রী, যৌনকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন শিবিরে হাজির ছিলেন। এডস সংক্রমণ প্রতিরোধের উপায়, এডস আক্রান্ত রোগীকে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে না-দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্য পেশ করেন উলুবেড়িয়া এসিজেএম আদালতের বিচারপতি মুকুলকুমার কুণ্ডু, উলুবেড়িয়ার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঈশ্বর চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় প্রমুখ। মহকুমা আইনি পরিষেবা বিভাগের সদস্য তথা উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “আলোচনায় অনেক অজানা বিষয় বেরিয়ে এসেছে।”
|
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে রবিবার নিখরচায় ছানি অস্ত্রোপচার শিবিরের আয়োজন করা হল। মিশনের হাসপাতালে মোট ১৭২ জনের ছানি অস্ত্রোপচার হয়। উপস্থিত ছিলেন মঠের সন্ন্যাসী স্বামী ভজনানন্দ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ বলেন, “সারা বছর ধরেই আমাদের এখানে বিনা পয়সায় ছানি অস্ত্রোপচার হয়। তবু যাঁরা এই পরিষেবা পান না, তাঁদের জন্য প্রতি বছর এই সময় শিবিরের আয়োজন করা হয়।”
|
নিখরচায় হেপাটাইটিস-বি প্রতিষেধক কর্মসূচির আয়োজন করল মহিষাদল দেউলপোতা সেবা সমিতি। রবিবার এই কর্মসূচিতে এলাকার ২০০ জন ব্যক্তিকে টিকা দেওয়া ছাড়াও ১০০ দুঃস্থ ব্যক্তির বীমার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন চিকিসক সুবলচন্দ্র পাল, সম্পাদক গৌতম বটব্যাল প্রমুখ। |