দরজা ভেঙে ব্যাঙ্কে ঢোকার সময় টহলদারি পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। শনিবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। একদল দুষ্কৃতী ভল্ট ভেঙে টাকা লুঠ করার জন্য এ দিন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের স্থানীয় শাখায় হানা দেয়। ভাড়া বাড়িতে থাকা ব্যাঙ্কের দরজা ভেঙে একজন ভিতরে ঢোকে। ওই সময় ঘটনাটি টহলদারি পুলিশের নজরে পড়ে। পুলিশ জানায়, ধৃতদের নাম নিশীথরঞ্জন রায় ও কুলদা রায়। দু’জনই ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-১ এলাকার বাসিন্দা। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “পরপর কয়েকটি ঘটনার পরে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। শনিবারও পুলিশ নজরদারির কাজ করছিল। ওই সময় দুষ্কৃতীরা ধরা পড়ে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে জলপাইগুড়ি জেলা ও সংলগ্ন এলাকায় ছয়টি ব্যাঙ্ক এবং একটি ডাকঘরে ভল্ট ভাঙার চেষ্টা হয়। গ্রামীণ ব্যাঙ্কের ময়নাগুড়ি মৌলানি শাখার ভল্ট ভেঙে প্রায় ২০ লক্ষ টাকা লুঠ করে পালায়। দোমহনি-১ এলাকায় ডাকঘরের নৈশ প্রহরীকে খুন করে দুষ্কৃতীরা। কিন্তু এই প্রথম কোনও ঘটনায় দুষ্কৃতী ধরা পড়ল। দুষ্কৃতীদের একটি দল ফের ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুঠ করার জন্য সক্রিয় হয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। উদ্বোধন না হওয়ার আগে সম্প্রতি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের ময়নাগুড়ির টেকাটুলি শাখার দরজা ভাঙার চেষ্টা হয়। এর পরেই নজরদারি বাড়ানো হয়। ওই ব্যাঙ্কের ভোটপট্টি শাখা থেকে সোমবার প্রাথমিক শিক্ষকদের বেতনের টাকা দেওয়ার কথা। ওই কারণে শনিবার থেকে পুলিশ সেখানে বিশেষ নজর রাখে। |