সাহায্যের অছিলায় পিন নম্বর দেখে, পরে এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গত একমাসে অন্তত ৭ জনের থেকে প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শেষে এটিএম কিয়স্কেই থাকা গোপন ক্যামেরার ছবির সূত্র ধরেই গত শনিবার রাতে পুলিশের জালে ধরা পড়েছে সে। রবিবার তাকে জেলা আদালতে তোলা হয়েছে। জলপাইগুড়ির হাকিম পাড়া এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কিয়স্কের পাশে দাড়িয়ে থাকার সময়েই গ্রেফতার করা হয়েছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা অমিত সরকারকে। শহর লাগোয়া পাতকাটা এলাকার বাসিন্দা অমিতের বিরুদ্ধে অন্তত ৭ জনকে জালিয়াতি করার অভিযোগ রয়েছে।
গত ১ নভেম্বর জীবন বিমা সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কুমার সিংহ তাঁর ব্যাঙ্ক আ্যাকাউন্টে পেনশনের টাকা জমা পড়েছে কিনা খোঁজ নিতে শহরের থানামোড়ের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কিয়স্কে ঢুকেছিলেন। তিনি সেদিন টাকা না তুললেও পরে জানতে পারেন, তার আ্যকাউন্ট থেকে এটিএম ব্যবহার করে অন্য কেউ ১০ হাজার টাকা তুলে নিয়েছে। বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী অমিতাভ সরকার গত ৫ নভেম্বর এটিএম থেকে ১ হাজার টাকা তুললেও পরে জানতে পারেন কেউ তার আ্যকাউন্ট থেকে আরো ২০ হাজার টাকা তুলে নিয়েছে। তিনি বলেন, “টাকা তোলার সময়েই লক্ষ্য করেছিলাম, একজন যুবক পেছনে এসে দাড়িয়েছিল।” পর পর এ ধরনের ৭টি অভিযোগ দায়ের হওয়ার পরে এটিএম কিয়স্কের গোপন ক্যামেরার ছবি সংগ্রহ করে দেখা যায় প্রতি ক্ষেত্রেই ছবিতে অভিযুক্তদের পেছনে একই যুবক দাড়িয়ে রয়েছে। সেই যুবককে প্রতিমাসের প্রথম দিকে বিভিন্ন এটিএম কাউন্টারের সামনে ঘোরাফেরা করতে দেখা যায় বলে পুলিশ জানতে পারে। সেই মত জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অচিন্ত্য গুপ্ত সাদা পোষাকে নজরদারি করার একটি দল তৈরি করেন। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এটিএম কাউন্টারের সামনে সেই পুলিশের দলটি নজরদারি শুরু করে। জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “যারা টাকা তুলতে আসতেন তাঁদের অসর্তকতার সুযোগ নিয়েই যুবকটি কাজ হাসিল করত। তাকে চিহ্নিত করার জন্য টিআই প্যারেড করানো হবে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর বয়সী অমিত সরকারের একটি গ্রিল কারখানা রয়েছে। কী ভাবে টাকা হাতিয়ে নিত যুবকটি? পুলিশ জানিয়েছে, এটিএমের গোপন ক্যামেরার ছবি দেখে জানা গিয়েছে, যিনি টাকা তুলছেন তাঁর পেছনে দাড়িয়ে উঁকি মেরে প্রথমে এটিএমের চার নম্বরের পিন দেখে নেয় অভিযুক্ত যুবক। এর পরে সেই ব্যক্তিকে সাহায্য করা অথবা অন্য কৌশলে টাকা তোলার পরেই তাকে কিয়স্ক থেকে বের করে দিয়ে, সেই পিন ব্যবহার করে আ্যকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত বলে পুলিশ তদন্তে জেনেছে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এটিএম কিয়স্কে ঢুকলে কিছু এটিএম কিয়স্কে টাকা তোলা বা লেনদেন করার পরে লেনদেন শেষ হয়েছে কিনা প্রশ্ন জানতে চাওয়া হয়। বোতাম টিপে গ্রাহককে তার উত্তর দিতে হয়। টাকা তোলার পরে অন্তত ত্রিশ সেকেন্ড সেই প্রশ্ন স্ক্রিনে থাকে। টাকা তুলে চলে যাওয়ার পরে অন্য কোনও ব্যাক্তি সেই সুযোগে টাকা তুলে নিতে পারে। পুলিশ জানিয়েছে ধৃত যুবক সেই ৩০ সেকেন্ডের সুয়োগ নিয়ে টাকা তুলে নিত।
|
ব্যাঙ্কের পরামর্শ |
১) একটি এটিএম থাকলে সেই কিয়স্কে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতিতে লেনদেন করবেন না।
২) পিন নম্বর দেওয়ার সময়ে হাত আড়াল করুন।
৩) লেনদেন শেষ হলে কয়েক সেকেন্ড ক্যানসেল বোতাম টিপে রাখুন |
|