হাইকোর্টের নির্দেশ মেনে লালবাতির অপব্যবহারের বিরুদ্ধে অভিযানে শুরু করেছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। সম্প্রতি শহরের মহানন্দা সেতু লাগোয়া মোড় এলাকায় এসিপি (ট্রাফিক) পিনাকী মজুদারের নেতৃত্বে অভিযান শুরু হয়। ঘন্টা খানেকের অভিযানে একটি সিকিম এবং একটি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ির লালবাতি খুলে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, দুটি গাড়ির একটিও সরকারি তালিকা অনুসারে যাঁরা লালবাতি ব্যবহার করতে পারেন, তার মধ্যে ছিল না। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ওজি পাল বলেন, “অভিযানে নামতেই লালবাতির অপব্যবহার অনেকটাই বন্ধ হয়েছে বলে খবর পেয়েছি। এই অভিযান চানা চলবে।”
|
এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করেছে। রবিবার শামুকতলা থানার মজিদখানা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাপি পণ্ডিত। তাঁর বাড়ি আলিপুরদুয়ারের ভেলুরডাবরি গ্রামে। ওই কিশোরীর মায়ে’র অভিযোগের ভিত্তিতে ওই যুবককে পুলিশ ধরেছে। তবে ধৃতের দাবি, গত এক বছর ধরে ওই কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করার জন্যই তাঁরা বাড়ি থেকে একসঙ্গে পালিয়েছিল। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান জানান, ধৃতকে আদালতে তোলার পাশাপাশি আদালতের মাধ্যমে কিশোরীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
|
বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করল সিপিএম। রবিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের থেকে প্রায় তিন হাজার টাকা সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া এবং দলমোড় চা বাগানে সংগ্রহ করা অর্থ ত্রাণ হিসেবে বিলি হবে।
|
নারী নির্যাতন নিয়ে আইনি সচেতনা শিবির অনুষ্ঠিত হল বাগডোগরার ভোজনারায়ণ চা বাগানে। রবিবার দুপুরে দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম, মহকুমা আইনি পরিষেবা সমিতির উদ্যোগে ওই সচেতনা শিবির হয়। বিভিন্ন গ্রাম থেকে মহিলা ও ছাত্রীরা যোগ দেন।ছিলেন শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা বসু। |