টুকরো খবর |
ডিওয়াইএফের ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
খেলার একটি মুহূর্ত। ছবি: দেবরাজ ঘোষ। |
পঞ্চায়েত নির্বাচনের আগে যুব সংগঠনকে সামনে রেখে কার্যত জন সংযোগের কাজ শুরু করে দিল সিপিএম। মাওবাদী সন্ত্রাসে নিহতদের স্মৃতিতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল ঝাড়গ্রামের সেবায়তনে। রবিবার ডিওয়াইএফ-এর ঝাড়গ্রাম গ্রামীণ লোকাল কমিটির অন্তর্গত সেবায়তন ইউনিটের উদ্যোগে সেবায়তনের ফুটবল মাঠে সারা দিন ধরে ‘বৃহস্পতি-মানিক-বিজয় স্মৃতি মিনি ফুটবল প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। প্রতিযোগিতায় যোগ দেয় স্থানীয় ১৬টি ফুটবল-দল। বিকেলে চূড়ান্ত খেলায় সেবায়তন সত্যানন্দ যুব সংঘকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ছোট-ধবনি শাল মহুল ক্লাব। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন, দলের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল-সম্পাদক রবি সরকার, ডিওয়াইএফের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর দাস ও সম্পাদক মহাশিস মাহাতো। বছর তিনেক আগে মাওবাদীরা সেবায়তনের স্থানীয় পান দোকানি বৃহস্পতি মাহাতো, ব্যাঙ্ক কর্মী মানিক মাহাতো ও ডিওয়াইএফ নেতা বিজয় মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে তিনটি দেহ রাস্তায় ফেলে দিয়েছিল।
|
দুই মিছিলে তপ্ত কেশপুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
কেশপুরে কংগ্রেসের মিছিল |
দুই দলের দু’টি মিছিল ঘিরে রবিবার বিকেলে উত্তেজনা ছড়াল কেশপুর বাজারে। ৮ ডিসেম্বর কংগ্রেসের ‘লালগড় চলো’ কর্মসূচি আছে। তার পাল্টা হিসেবে ৯ ডিসেম্বর রামগড়ে সভা করবে তৃণমূল। লালগড়ে সভার সমর্থনে এ দিন মিছিল করে কংগ্রেস। নেতৃত্বে মহম্মদ রফিক, ব্লক সভাপতি কালীপদ কালসার। পরে রামগড়ের কর্মসূচির সমর্থনে মিছিল করে তৃণমূল। কংগ্রেসের অভিযোগ, তাদের মিছিলে হামলা চালায় তৃণমূল। জখম হন যুব কংগ্রেস নেতা আজহার মল্লিক-সহ কয়েকজন। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী অবশ্য বলেন, “এমন কিছু ঘটেনি।”
|
লালগড়ে জঙ্গলমহল কাপ
নিজস্ব সংবাদদাতা • লালগড় |
|
মেয়েদের ফাইনাল খেলার একটি মুহূর্ত। রবিবারের নিজস্ব চিত্র। |
জঙ্গলমহল কাপে লালগড় থানা এলাকার পুরুষ ও মহিলা ফুটবলের ফাইনাল খেলা হল রবিবার। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার পরিচালনায় স্থানীয় সজীব সঙ্ঘের মাঠে খেলা দু’টি হয়। ১৭ নভেম্বর থেকে ১৮টি দল নিয়ে জঙ্গলমহল কাপের মহিলা বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। ১৯ নভেম্বর থেকে ৩২টি দল নিয়ে শুরু হয় পুরুষ বিভাগের কথা। এ দিন ফাইনালে মহিলা বিভাগে জয়ী হয় লালগড়ের সারদামণি বালিকা বিদ্যালয় এবং পুরুষ বিভাগে ‘হালে সিরজান গাঁওতা মেলখেড়িয়া কাঁটাপাহাড়ি’। পুরস্কার বিতরণ করেন পশ্চিম মেদিনীপুরের ডিএসপি (অপারেশন) সৌতম বন্দ্যোপাধ্যায় ও লালগড় থানার আইসি সমীর কোপ্তি।
|
অস্বাভাবিক মৃত্যু পর্যটকের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অস্বাভাবিক মৃত্যু হল এক পর্যটকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম আবু কালাম (২৫)। পুলিশ ও হোটেল সূত্রে খবর, গত ৩০ নভেম্বর আবু কালাম তাঁর স্ত্রী আনিশা বেগমকে নিয়ে নিউ দিঘার একটি হোটেলে আসেন। ২ ডিসেম্বর পর্যন্ত তাঁরা থাকবেন বলে নাম নথিভুক্ত করেন। ঠিকানা লেখেন বর্ধমানের মেমারি। রবিবার সকালে ওই যুবককে হোটেলের ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে কর্মীরা পুলিশকে জানায়। পুলিশ এসে তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছ বাদেই তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথায় ভারী কিছুর আঘাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তাঁর স্ত্রী নিখোঁজ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
|
আগুন ঘিরে চাপানউতোর
নিজস্ব সংবাদদাতা • এগরা |
আগুনে পুড়ে গেল পোল্ট্রি ফার্ম ও তৃণমূলের দলীয় কার্যালয়ের একাংশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে এগরা থানার কামারডিহা গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এগরা থানার ভারপ্রাপ্ত ওসি বিবেক বন্দ্যোপাধ্যায় জানান, “ওই ঘটনায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারডিহা গ্রামের বাসিন্দা বনমালী দাসের বাড়ির মুরগির পোল্ট্রি প্রায় সবটাই পুড়েছে। তিনি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। বনমালী দাস বিপক্ষ গোষ্ঠীর সক্রিয় কর্মী বলেই তাঁর পোল্টি ফার্মে আগুন লাগানো হয়েছে। তবে কার্যালয়টি আংশিক পুড়েছে। তৃণমূলের এগরা-১ ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা বলেন, ‘‘দলের কেউ আগুন লাগানোর কাজে যুক্ত এমন জানা নেই। তাই দলীয়ভাবে থানায় অভিযোগও জানানো হয়নি।”
|
দেহ উদ্ধার |
ফেরি থেকে নামতে গিয়ে হুগলি নদীর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মৃতের পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, মৃত পান্নালাল মণ্ডল (৫০) পেশায় ফেরিওয়ালা। |
|