|
|
|
|
মেলায় আগুন, নালিশ কংগ্রেস নেতার নামে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কংগ্রেস নেতার বিরুদ্ধে আগুন ধরিয়ে মেলা বানচালের চেষ্টার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর।
আজ, সোমবার ক্ষুদিরাম মেলার উদ্বোধন। রবিবার দুপুরে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ের এইচএফসি ময়দানের উত্তর-পশ্চিমে হোগলার জঙ্গলে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মেলা পণ্ড করতেই ময়দান সংলগ্ন এলাকার বাসিন্দা কংগ্রেস নেত্রী অনিমা দাসের স্বামী জহরলালবাবু ওই আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্ষুদিরাম মেলার উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলর স্বপন নস্করের। রবিবার বিকেলে এই মর্মে দুর্গাচক থানায় তিনি অভিযোগ দায়ের করেন।
কয়েক বছর ধরেই শিল্পশহরের এইচএফসি ময়দানে ক্ষুদিরাম মেলার আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে খবর, আগে বামেদের পরোক্ষ ব্যবস্থাপনাতেই ওই মেলার আয়োজন করা হত। সে সময় মেলা পরিচালনার দায়িত্বে থাকতেন জহরলাল দাস। কিন্তু কয়েক বছর হল মেলার আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন নস্কর। সেই নিয়েই তাঁর বিরোধ কংগ্রেস নেতা জহরলালবাবুর সঙ্গে। গত বছর নিজেকে মেলা কমিটির সম্পাদক দাবি করে আদালতে মামলাও করেছিলেন জহরলালবাবু।
গত ২০ নভেম্বর ‘হলদিয়া চলো’ অভিযান ছিল কংগ্রেসের। ১৮ নভেম্বর তার প্রস্তুতি বৈঠক হয়েছিল জহরলাল দাসের বাড়িতে। গত ২৫ নভেম্বর জহরলালবাবুর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সে দিনও তৃণমূলের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কংগ্রেসের তরফে। স্বপন-অনুগামী পাঁচ জন তৃণমূল সমর্থকের নামেই অভিযোগ হয় থানায়। এর পরই এ দিনের এই ঘটনা। স্বপন নস্করের অভিযোগ, “প্রতি বছরই জহরলাল দাস মেলা বানচালের চেষ্টা করেন। এ বার কংগ্রেস তাঁকে সাহায্য করেছে।” যদিও জহরলালবাবুর দাবি, “মেলা করতে মাঠের আবর্জনায় প্রতি বছর স্বপন নস্কর নিজেই আগুন লাগান। এ বছর শুধু দমকল ডেকে নাটক করছেন। আমার বাড়িতে হামলার অভিযোগ করেছিলাম স্বপনের বিরুদ্ধে। এটা তার পাল্টা মিথ্যে অভিযোগ।” |
|
|
|
|
|