প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটে ট্রিপল সেঞ্চুরি করার অভূতপূর্ব নজির গড়লেন সৌরাষ্ট্রের রবীন্দ্র জাডেজা। ঘরের মাঠে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে ৫৩৪-৬ স্কোরে জাদেজার অবদান ৩২০ ব্যাটিং। গত মরসুমে ওড়িশার বিরুদ্ধে রঞ্জিতে ৩১৪ করার পরে চলতি রঞ্জি মরসুমে জাডেজা তিন ম্যাচ আগেই গুজরাতের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০২। ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন সর্বাধিক দু’টো ট্রিপল সেঞ্চুরি ছিল বিজয় হাজারে, রামন লাম্বা, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর এবং বীরেন্দ্র সহবাগের (দু’টোই টেস্টে)। |
বিশ্ব ক্রিকেটে জাডেজা ছাড়া মাত্র সাত জনের প্রথম শ্রেণির ম্যাচে তিনটে করে ট্রিপল সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বিল পন্সফোর্ড, ওয়ালি হ্যামন্ড, ডব্লিউ জি গ্রেস, গ্রেম হিক এবং মাইক হাসি। এই ‘এলিট ক্লাবে’র অষ্টম সদস্য বাঁহাতি জাডেজা আর চার দিন পরে চব্বিশ বছরে পা দেবেন। ব্র্যাডম্যান তাঁর তৃতীয় ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বাইশ বছরে পৌঁছনোর এক মাস আগে। সবচেয়ে বেশি বয়সে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি গ্রেসের (৪৮ বছর)। ভারতের এক দিনের দল এবং চেন্নাই সুপার কিংসে প্রায় নিয়মিত জাডেজা ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফর্ম্যাটে অসাধারণ নজির গড়ার জোরে এ বার ভারতীয় টেস্ট দলে ঢোকারও দাবিদার হয়ে উঠছেন। |