জাভেদ মিয়াঁদাদ, জাহির আব্বাস, আসিফ ইকবাল...।
নতুন বছরে ইডেনের প্রেসিডেন্ট বক্সে যদি নামগুলোকে পাশাপাশি বসে থাকতে দেখেন, অবাক হওয়ার নেই। এক নয়, দুই নয়, তিন নয়, জানুয়ারির ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে দশ-দশজন প্রাক্তন পাক ক্রিকেটারকে আমন্ত্রণ জানাল সিএবি। রবিবার রাতের বৈঠকে শহরে উপস্থিত পাক প্রতিনিধিদের সে কথা জানিয়ে দিলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।
শুধু তাই নয়, ইমরান খানকে আনারও চেষ্টা হচ্ছে। তবে পাকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের ভারত সফরে আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাক বোর্ডর মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, রাজনৈতিক কাজকর্মের চাপে ইমরান এত ব্যাস্ত যে তাঁর পক্ষে ভারতে আসা সম্ভব নয়। কিন্তু সিএবি আবার পাক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে চেষ্টা চালাচ্ছে, অন্তত কলকাতা ম্যাচে যদি ইমরানকে আনা যায়। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে এ দিন বলছিলেন, “আমরা অনুরোধ করেছি। পাকিস্তানের প্রতিনিধিরাও বললেন, এক দিনের জন্য ইমরানের আসতে অসুবিধা হবে না। তাঁকে বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছে। আর সিএবি প্রেসিডেন্ট দশজনকেই আমন্ত্রণ জানিয়েছেন।”
এমনিতে পাক বোর্ড ঠিক করেছিল, ভারতের পাঁচটি ম্যাচ কেন্দ্রে দু’জন করে প্রাক্তন ক্রিকেটার পাঠানো হবে। কোথাও যাবেন মিয়াঁদাদ-আব্বাস। কোথাও ওয়াসিম বারি-আসিফ ইকবাল। সে দিক থেকে সিএবি-তেই একসঙ্গে দশজনকে দেখা যাবে। যা শেষ পর্যন্ত হলে, ইডেনের ইতিহাসেও অভূতপূর্ব ঘটনা বলে বিবেচ্য হবে।
রবিবার চার সদস্যের পাক প্রতিনিধি দল ইডেন পরিদর্শনে আসে। নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকও হয়। জানা গিয়েছে, প্রাক্তন ক্রিকেটারদের টিম ছাড়াও আরও একটি বিশিষ্ট অতিথিদের দল আসবে ইডেনে ভারত-পাক ম্যাচের সময়। পুলিশের কাছে জানতে চাওয়া হয়, ইডেনে পাকিস্তান জিতে গেলে মাঠে ঝামেলা হওয়ার সম্ভাবনা কতটা? বিশিষ্ট রাজনৈতিক কোনও নেতা এলে তাঁর নিরাপত্তা কতটা নিশ্ছিদ্র? কামরান আকমল-সইদ আজমলরা শহরে ঢুকছেন ডিসেম্বরের শেষ দিন। বর্ষশেষের রাতে পাক ক্রিকেটারদের জন্য টিম হোটেলেই পার্টির ব্যবস্থা করছে সিএবি। |