ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড। অলিম্পিকে সব ম্যাচ হারা ভারত মাস চারেকের ভেতর চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পরপর জিতে চমকে দিচ্ছে। পাঁচ বছর পর বিশ্ব হকির অন্যতম কঠিন টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে ভারত এই মুহূর্তে নিজেদের গ্রুপে শীর্ষে। নিউজিল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে ভারতের দু’ম্যাচে ৬ পয়েন্ট। এক দিন বিশ্রামের পর ভারত পরের ম্যাচ খেলবে লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে। যারা এ দিন আবার অপ্রত্যাশিত ভাবে ইংল্যান্ডের কাছে ১-৪ হেরে গিয়েছে। যে ইংল্যান্ডকে প্রথম ম্যাচে ভারত হারিয়েছিল। অন্য গ্রুপে গত চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ঘরের মাঠে অলিম্পিক রানার্স নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। পাকিস্তান ২-০ হারিয়েছে বেলজিয়ামকে। এ দিন ভারতই তিন মিনিটে পিছিয়ে পড়েছিল। রুপিন্দর পাল সিংহের আত্মঘাতী গোলে। যে নতুন নিয়ম অলিম্পিকের পরে আন্তর্জাতিক হকি সংস্থা চালু করেছে। তবে সাত মিনিট পরেই ভারতকে সমতায় ফেরান আকাশদীপ সিংহ। পরের পনেরো মিনিটের মধ্যে ভারত ৩-১ এগিয়ে যায়। গোল করেন রুপিন্দর পাল সিংহ এবং দলের প্রথম পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকার ভি আর রঘুনাথ। দ্বিতীয়ার্ধে ভারতের ব্যবধান বাড়ান দানিশ মুজতবা। |
অলিম্পিক বিপর্যয়ের পরেও চাকরি টিকে যাওয়া ভারতের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস বলেছেন, “ভারতের এই তরুণ দলটা প্রথম আম্তর্জাতিক টুর্নামেন্টেই এখনও পর্যন্ত যে রকম দুর্দান্ত বোঝাপড়া দেখাচ্ছে, তাতে আমি খুশি। এই দুটো জয় দলের তরুণ ছেলেদের আরও আত্মবিশ্বাসী, উজ্জীবিত করে তুলবে।” এই ম্যাচে ডিফেন্ডার মনপ্রীত সিংহ গোললাইনে দাঁড়িয়ে বিপক্ষের ড্র্যাগ ফ্লিক যে ভাবে নিজের মুখে লাগিয়ে প্রচুর রক্তপাত ঘটিয়েও আটকান, তাতেও এই তরুণ ভারতীয় হকি দলের অন্য রকমের শরীরী ভাষা ধরা পড়ছে বিশ্ব হকি মঞ্চে। |