আইটিআই নিয়ে মিটল জমির সমস্যা |
চেঙ্গাইলে সংখ্যালঘু উন্নয়ন তহবিলের টাকায় আইটিআই তৈরির ক্ষেত্রে জমি জট কাটল। বছর খানেক আগে সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত দফতর থেকে উলুবেড়িয়া পুরসভাকে অনুরোধ করা হয়েছিল জমি দেখে দেওয়ার জন্য। প্রথমে চেঙ্গাইলের একটি জমি নির্বাচন করা হয়েছিল। জমিটি উলুবেড়িয়া পুরসভার অধীনেই ছিল। কিন্তু জনবসতি থেকে জমিটি রয়েছে অনেকটা দূরে। ফলে, জায়গাটি বাতিল করে দেয় সংখ্যালঘু উন্নয়ন দফতর। পরবর্তীকালে ফের নতুন করে জমির সন্ধান শুরু করে পুরসভা। সম্প্রতি ওই জমি মিলেছে বলে পুরসভা সূত্রের দাবি। পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ বলেন, “এ বারে যে জমিটি পাওয়া গিয়েছে সেটিও পুরসভার অধীনে রয়েছে। এখানে তৈরি হবে প্রতিষ্ঠানের ক্যাম্পাস এবং ছাত্রদের হস্টেল। এ জন্য প্রয়োজনীয় প্রায় ৩ বিঘা জমি মিলেছে। এ সংক্রান্ত কাগজপত্র সংখ্যালঘু উন্নয়ন দফতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।”
|
উলুবেড়িয়ায় শুরু হল রাস |
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
রবিবার উলুবেড়িয়ায় উদ্বোধন হল রাস মেলা ও উৎসবের। হুগলি নদের ধারে কালী মন্দিরের কাছে রাসমঞ্চে রাস মেলার উদ্বোধন হয়। রাস মেলা চলবে আগামী এক মাস ধরে। রাস মেলা চালু হয় ১৯৫১ সালে। তার পর থেকে প্রতি বছর এটি অনুষ্ঠিত হচ্ছে। মূল মঞ্চে ৩০টি চলমান মাটির পুতুলের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রেমলীলা বর্ণনা করা হয়েছে। এ ছাড়া মূল মণ্ডপের ডান ও বাম দিকে ১০টি করে ২০টি স্টলে কৃষ্ণের বিভিন্ন লীলা এবং বিবেকানন্দের জীবনকাহিনী বর্ণনা করা হয়েছে। মেলা উপলক্ষ্যে বসেছে রকমারি দৈনন্দিন জিনিসপত্র এবং খেলনার দোকান। মেলার উদ্যোক্তা উলুবেড়িয়া কালীবাড়ি রাসমেলা কমিটি।
|
লরির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের |
লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আরামবাগের ইটভাটা বাসস্টপ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম শেখ মইনুদ্দিন (৫২)। বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ থানার বলাবাটি গ্রামে। আরামবাগে কাজ সেরে বর্ধমান রোড ধরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। উল্টো দিক থেকে আসা বালিভর্তি লরিটি ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ। দুর্ঘটনার পরে পুলিশ লরিটি আটক করে। চালক পলাতক।
|
হাওড়ার বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএমের শতাধিক কর্মী-সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার মুর্গাবেড়িয়ায় তৃণমূলের একটি দলীয় সভা হয়। সেই সভাতেই সিপিএম নেতা লক্ষণ সাউ মাঝেরপাড়া, সাউপাড়া এবং কাজিরচক থেকে তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
|
গল্পমেলার ৩৩ বর্ষ পূর্তি উপলক্ষে চন্দননগরের জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে হয়ে দু’দিন ব্যাপী গল্পমেলার আসর। রবিবার ছিল শেষ দিন। কয়েকশো প্রতিনিধি মেলায় যোগ দিয়েছিলেন। |