স্বনির্ভর করতে প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুর পুরসভা এলাকায় বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত পরিবারের যুবক-যুবতীদের স্বনির্ভর করতে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল শনিবার। পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা নামে কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত ছয় মাসের এই শিবিরে সুযোগ পেয়েছেন মোট ২০৫ জন যুবক-যুবতী। সেলাই, কাঁথা স্টিচ ও সিকিউরিটি গার্ডের মতো ৬টি শাখায় প্রশিক্ষণ হবে। সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ পাবেন তাঁরা এবং প্রশিক্ষণ শেষে কাজ শুরু করার জন্য একটি ‘কিট’ দেওয়া হবে তাঁদেরকে। প্রশিক্ষণের দায়িত্বে আছে তিনটি সংস্থা। দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, “এর আগেও একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে এই পুরসভা এলাকায়। দুবরাজপুরের মতো গ্রামীণ শহর, যেখানে বড় শিল্প বা ব্যবসা নেই, সেখানে এ ধরনের প্রশিক্ষণ শিবির খুব উপযোগী।”
|
বেহাল রাস্তা, সমস্যায় বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ময়ূরেশ্বরের কোটাসুর-রামনগর সড়ক। বিশেষত নওয়াপাড়া থেকে রামনগর পর্যন্ত রাস্তার হাল চরম শোচনীয়। এই কারণে ওই রুটে অধিকাংশ বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। কারণ সংলগ্ন মুর্শিদাবাদ জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হল এই রাস্তা। স্কুল, কলেজ, বাজার-হাট, অফিস-আদালত-সহ প্রতিটি প্রয়োজনে দুই জেলার মানুষের অন্যতম ভরসা এই রাস্তা। স্থানীয় উলকুণ্ডা পঞ্চায়েতের সদস্য তৃণমূলের রামমোহন প্রামাণিক বলেন, “রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনের সকল স্তরে দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি।” জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চানন ভট্টাচার্য বলেন, ‘‘ওই রাস্তাটির ব্যাপারে পূর্ত সড়ক দফতরের সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছি।”
|
যুব সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে ময়ূরেশ্বরে অনুষ্ঠিত হল যুব সম্মেলন। শনিবার ময়ূরেশ্বর থানার মেটেলডাঙা গ্রামে অমৃতমদন কমিউনিটি হলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিধান রায়, ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে এসেছিলেন শতাধিক যুবক। বিধান রায় দারিদ্রসীমার নীচে বসবাসকারী যক্ষারোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ প্রকল্পে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিওকে নির্দেশ দেন।
|
জখম পাঁচ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জখম হলেন একটি লরির চালক-সহ পাঁচজন কর্মী। রবিবার সকালে রামপুরহাট থানার বাটাইল মোড় পেরিয়ে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থেকে নলহাটির দিকে যাওয়া খড়িমাটি ভর্তি লরিটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর পরেই চালক-সহ পাঁচজন কর্মী গাড়িতে চাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
|
পুরস্কার প্রদান
নিজস্ব সংবাদদাতা • তারাপীঠ |
নবান্ন উৎসবের সময় এলাকায় হওয়া কার্তিক পুজোর মণ্ডপসজ্জা, প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা-সহ সার্বিক দিক বিচার করে প্রথম হওয়া উদ্যোক্তাদের পুরস্কৃত করল গ্রামীণ সবুজরশ্মি নামে স্থানীয় একটি পাক্ষিক পত্রিকা। তারাপীঠের তারা উদ্যান মাঠে রবিবার এই অনুষ্ঠান হয়। আলোকসজ্জায় মিলন সঙ্ঘ পাঠাগার, মণ্ডপসজ্জায় লেটপাড়া শিশু সঙ্ঘ এবং প্রতিমা নির্মাণে পালপাড়া ফ্রেন্ডস ক্লাব ও রবীন্দ্রপল্লি উন্নয়ন সঙ্ঘকে যৌথভাবে পুরস্কৃত করা হয়।
|
পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
বিশ্ব এড্স দিবস উপলক্ষে শনিবার পথ পরিক্রমা করল আমোদপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্থানীয় জাতীয় শিশু শ্রমিক বিদ্যালয়ের কচিকাঁচা এবং স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা ওই পদযাত্রায় যোগ দেন। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই পদযাত্রার আয়োজন। |