টুকরো খবর |
গয়নার দোকানে চুরি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
সাটার ভেঙে গয়নার দোকানে চুরির ঘটনা নিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। শনিবার সকালে তুফানগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আধ ঘন্টা পর পুলিশকর্মীরা ঘেরাওমুক্ত হন। তারপরেও ২৪ ঘন্টার মধ্যে চুরির ঘটনার কিনারার দাবিতে তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যেরা। ওই দাবিতে শহরে মিছিলও করেন তাঁরা। রাতে পুলিশের টহলদারি সে ভাবে হচ্ছে না বলেও অভিযোগ ব্যবসায়ীদের। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তুফানগঞ্জ মহকুমা সম্পাদক রতন বণিক জানান, এক বছরের মধ্যে অন্তত পাঁচটি গয়নার দোকানে চুরি ও লুঠের ঘটনা ঘটল। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “তদন্ত হচ্ছে। বাজার ও লাগোয়া এলাকায় রাতে পুলিশ টহলের ব্যবস্থা রয়েছে। ওই কাজে কোন খামতি ছিল কি না সেটাও দেখা হচ্ছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু খেলোয়াড়ের
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের এক ক্রিকেট খেলোয়াড়ের। নাম তাপস দত্ত (৩৭)। শনিবার সকালে কোচবিহারে বাইকের সঙ্গে ট্রাকের সর্ংঘষে জখম তাঁর সহকর্মী কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বাড়ি আলিপুরদুয়ার জংশনে। পুলিশ জানায়, তাপসবাবু রাজ্য পুলিশের কর্মী ছিলেন। তিনি স্কুল থেকে মহকুমা ও জেলা স্তরে খেলেছেন। ২০০০-এ জলপাইগুড়ি জেলা সিনিয়র ক্রিকেটে আন্তঃরাজ্য চ্যম্পিয়ন হয়েছিল এই ‘অলরাউন্ডার’-এর দল। অন্য দিকে, একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় শামুকতলার তুরতুরি হাসপাতাল চৌপথীর কাছে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সঞ্জীব বিশ্বাস (১৮)। বাড়ি ধওলাবস্তি গ্রামে। লোকনাথপুর বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় শামুকতলাগামী লরিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরি আটক করেছে পুলিশ।
|
সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
চালককে খুন করে গাড়ি নিয়ে পালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ছোট গাড়ির চালক সংগঠন। শনিবার সকালে ইসলামপুরের বাসস্ট্যান্ড এলাকায় ওই বিক্ষোভ হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে গাড়ি ভাড়ার নাম করে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে একটি ছোট গাড়ি নিয়ে যায় দুষ্কৃতীরা। চালক মহেশ সিংহকে (২৫) শ্বাসরোধ করে খুনের পরে করে গাড়ি নিয়ে পালায় তারা। শুক্রবার সকালে ইসলামপুরের লোকনাথ কলোনির বাসিন্দা মহেশের দেহ উদ্ধার হয়। প্রতিবাদে শনিবার ইসলামপুরের সমস্ত ভাড়ার গাড়ি বন্ধ থাকে। ইসলামপুরের পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ইসলামপুর শহরের পুলিশ-প্রশাসন অপরাধ রুখতে ব্যর্থ। সেই কারণে শহরের একের পর এক অপরাধ বাড়ছে।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে।”
|
অশ্লীল এমএমএস
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এক ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেট ও এমএমএসের মাধ্যমে মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে আলিপুরদুয়ার থানায় ওই ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। বর্তমানে ছাত্রীটি পড়াশোনার জন্য ভিনরাজ্যে রয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও আলিপুরদুয়ারের এক হোটেলে এক ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে জোর করে এনে আপত্তিকর ছবি তুলে অশ্লীল এমএমএস বানানো হয়েছিল। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বলেন, “ঘটনাটি নিন্দনীয়। কিছু লোকের এ ধরনের কাজের জন্য সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশকে বলেছি প্রয়োজনীয় পদক্ষেপ করতে।”
|
শিশু পাচার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
শিশু পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাগরাকাটার ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে গৌরব এবং প্রমোদ গুরুঙ্গকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া শিশু দিলীপ রায় এবং সন্তোষ মাহালির বাড়ি মাদারিহাটের ছেকামারি গ্রামে। দুই শিশুর কাছ থেকে স্কুলের বই ও ব্যাগ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের একটি ছোট গাড়িতে নিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। গাড়িটি আটক করা হয়েছে। অন্য দিকে, মেটেলিতে নারী পাচারের সঙ্গে যুক্ত অভিযোগে নীলিমা শর্মা নামে এক মহিলাকে পুলিশ গ্রেফতার করে।
|
বিমানবন্দরে ছবি তোলায় গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বাগডোগরা |
বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে মোবাইলে ছবি তোলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহম্মদ ফজরুর পেশায় নির্মাণকর্মী। একটি ঠিকাদার সংস্থার হয়ে বাগডোগরা বিমানবন্দরে বায়ু সেনার ছাউনিতে কাজ করছিল ইসলামপুরের চোপড়ার চপাইগাছের ওই যুবক। শনিবার তাকে ছবি তুলতে দেখে বায়ু সেনার জওয়ানরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ফয়জল জানান, কৌতূহলবশত সে এমনটা করেছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।
|
দুর্নীতির নালিশ, দুই কর্মীকে শোকজ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সরকারি টাকা জমা না দিয়ে নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগে দুই কর্মীকে শোকজ করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি জেলা হাসপাতালের ঘটনা। ওই দিন হাসপাতালের নিজস্ব অডিটে বিষয়টি সামনে আসে। অভিযোগ, বিভিন্ন ফি বাবদ রোগীদের থেকে সংগ্রহ করা প্রায় আশি হাজার টাকা হাসপাতালের খাতায় জমা দেওয়া হয়নি। আগামী সোমবারের মধ্যে ওই দুই কর্মীকে হাসপাতালে সমস্ত টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার ব্রজেশ্বর মজুমদার অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেন, “হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলা সম্ভব নয়।”
|
অভিযুক্ত অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ির আনন্দচন্দ্র বিএড কলেজের অধ্যক্ষ শুভেন্দু মোদককে এমএড পরীক্ষায় অসদুপায় নেওয়ার অভিযোগে শাস্তি দিলেন ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (ইগনু)। ডিসেম্বরে এমএড প্রথম পর্যায়ের পরীক্ষা হয় শিলিগুড়িতে। পরীক্ষায় অনৈতিক উপায় অবলম্বন করেছেন বলে অভিযোগ ওঠায় তাঁকে চলতি বছরে কোনও পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ইগনুর উত্তরবঙ্গের আঞ্চলিক অধিকর্তা বিশ্বজিৎ ভৌমিক বলেন, “তিনি অনৈতিক পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন বলে কর্তৃপক্ষ মনে করছেন। দিল্লি থেকেই সিদ্ধান্ত হয়েছে। তিনি চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসতে পারবেন না।” শুভেন্দুবাবু বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্য। তাঁকে কর্মসমিতি থেকে অপসারণের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের অনেকেই।
|
বাস ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বাস ভাড়া নিয়ে সরকারি তালিকায় বিভ্রান্তির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাস ধর্মঘট দু’দিনে পড়ল। আজ রবিবারও, কোচবিহারের মাথাভাঙা, ডুয়ার্সের জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকায় বাস ধর্মঘট চলবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “যাত্রীদের দুর্ভোগের কথা শুনেছি। বাস মালিকদের ধর্মঘট তুলতে অনুরোধ করেছি। সোমবার সংশোধিত ভাড়ার তালিকা পাওয়া যাবে বলে মনে হচ্ছে।” জলপাইগুড়ি মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক গৌরব চক্রবর্তী বলেন, “ভাড়ার নতুন তালিকা হাতে পেলে রাস্তায় বাস নামবে।”
|
একদিন ব্যবসা |
চকবাজার এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের আপাতত সপ্তাহে একদিন করে ব্যবসা করার অনুমতি দিল দার্জিলিং পুরসভা। শনিবার পুরসভার চেয়ারম্যান অমর সিংহ রাই ওই ঘোষণা করেছেন। |
|