ছোট মালবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল চারজনের। শুক্রবার রাতে বনগাঁ-চাকদহ সড়কে, গোপালনগরের শিয়ালডাঙ্গা মোড় এলাকার ঘটনা। দুর্ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে এলাকাবাসীরা রেল ও সড়ক অবরোধ করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নামনওসের মোল্লা (২৩), মুক্তার আলি মণ্ডল (১৯), ইলিয়াস মণ্ডল (১৫) ও মারজুল মণ্ডল (১৯)। প্রত্যেকেই মালবাহী গাড়িটির যাত্রী ছিলেন। নওসের মোল্লার বাড়ি স্থানীয় আদিত্যপুরে। বাকিরা স্থানীয় মেহেরপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ছোট গাড়ি করে নদিয়ার বিরহী থেকে কিছু বাছুর মেহেরপুরের গোরুর হাটে বিক্রির জন্য আনা হচ্ছিল। সেই সময় স্থানীয় একটি ক্লাবের ছেলেরা তোলা আদায়ের জন্য ওই গাড়িটি আটকানোর চেষ্টা করে। সেই সময় গাড়ির চালক গতি বাড়ানোর পর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ঘটনার পরের দিন শনিবার সকাল থেকে বিভিন্ন দাবিতে স্থানীয় মেহেরপুর পথ ও রেল অবরোধ করেন। প্রশাসনের থেকে আলোচনার আশ্বাস পেয়ে সকাল সাড়ে এগারটা নাগাদ অবরোধ উঠে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
পাণ্ডুয়ায় ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
ভ্রাতৃবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হুগলি জেলা পরিষদের এক সিপিএম সদস্যকে শনিবার গ্রেফতার করল পাণ্ডুয়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম শুকদেব ধাড়া। বাড়ি পাণ্ডুয়ার বেলুন-ধামাসিন পঞ্চায়েতের মহানাদ বেজপাড়া গ্রামে। পুলিশের দাবি, কয়েক মাস আগে শুকদেববাবুর ভ্রাতৃবধূ সন্ধ্যা ধাড়া বিষ খেয়ে শ্বশুরবাড়িতে আত্মঘাতী হয়েছিলেন। তাঁর বাপেরবাড়ির লোকেরা শুকদেববাবু-সহ শ্বশুরবাড়ির কয়েক জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, শুকদেববাবু এত দিন পলাতক ছিলেন। জেলা পরিষদের সভাধিপতি, সিপিএম নেতা প্রদীপ সাহা বলেন, “শুকদেববাবুর বাড়ির সাত-আট জনের নামে অভিযোগ করা হয়েছিল থানায়। শুকদেববাবু বাড়িতে থাকছিলেন না।”
|
বাগনানে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সোনার দোকানের এক কর্মচারীকে মারধর করে নগদ টাকা ও কয়েক ভরি সোনার গহনা ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে বাগনানের বাইনান গ্রামের ঘটনা। |