পর্যাপ্ত উন্নয়ন হয়নি: সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূল সরকারে আসার পরে জঙ্গলমহলে উন্নয়ন সন্তোষজন হয়নি। এই পরিস্থিতি না বদলালে মাওবাদী সমস্যা ফের মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মাওবাদীদের পলিটব্যুরো নেতা কিষেণজির মৃত্যুর এক বছর পূর্তি হল শনিবার। এই এক বছরে জঙ্গলমহলে শান্তি ফিরেছে বলে দাবি করছে রাজ্য সরকার। কিন্তু গোয়েন্দা সূত্রের খবর, মাওবাদীরা ফের জঙ্গলমহলে সংগঠিত হতে শুরু করেছে। সূর্যবাবু অবশ্য মনে করেন, তা এখনও বিরাট সমস্যার স্তরে পৌঁছয়নি। তবে সরকার জঙ্গমহলে উন্নয়নের যে সব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি পালন না করলে মাও-সমস্যা বড় হয়ে উঠবে। এ দিন তিনি বলেন, “কাগজপত্রে পড়ছি, মাওবাদীরা পুনর্সংগঠিত হচ্ছে। কেবল বিরোধীদের আক্রমণ এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করলে মাও সমস্যা ঠেকানো যাবে না।”
|
আরও ১০০ দিন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের কৃষি খামারের চাষবাসও ১০০ দিনের কাজের আওতায় আনতে চাইছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে শনিবার দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নতুন কৃষিমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী বলেন, “কতগুলি খামার চাষবাস না হয়েই পড়ে রয়েছে, তা জানতে চেয়েছি।” চাষিদের মধ্যে সার ও বীজ কী ভাবে বিলি করা হয়, সেই বিষয়েও খোঁজ নেন মলয়বাবু। এ দিনের বৈঠকে দফতরের নতুন প্রতিমন্ত্রী বেচারাম মান্নাও উপস্থিত ছিলেন। মলয়বাবু জানান, রাজ্যে ১৯৬টি কৃষি খামার রয়েছে। যত দিন যাচ্ছে মোটা চালের চেয়ে সরু চালের চাহিদা বাড়ছে। খামারগুলিতে ওই জাতীয় ধানের চাষ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। |