একশো দিনের মাথায় দাবি করেছিলেন, ৯০% কাজ হয়ে গেছে। দেড় বছরে এসে বোঝা গেল, অনেক কাজই হয়নি। এমন ঘটে। সরল ছাত্র পরীক্ষা দিয়ে সবাইকে বলে ‘ফাটিয়ে দিয়েছি’, রেজাল্ট বেরোলে দেখা যায়, গাড্ডু। তখন মেজাজ তেড়িয়া, অন্যের ওপর রাগঝাল। ত্রাণের উপায়? প্রমোদে মন ঢালিয়া নিজেকে ও অন্যকে ভোলানো। শীত আসছে। পাবলিককে খুলে দাও ফ্রি চিড়িয়াখানা, ক’দিন পর গোটা রাজ্যে পিকনিক, সরকারি খরচে হাফবয়েল ডিম ও শাহরুখের নাচ। |