টুকরো খবর
নামধারীর ৫ দিনের পুলিশি হেফাজত
খুনের চেষ্টার অভিযোগে উত্তরাখণ্ডের সংখ্যালঘু কমিশনের অপসারিত চেয়ারম্যান সুখদেব সিংহ নামধারীকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার আদালতে পুলিশ জানায়, চাড্ডা ভাইদের খুনের ঘটনার মূল ষড়যন্ত্রী নামধারী। তিনিই গুলি করেছিলেন পন্টি চাড্ডার ভাই হরদীপ চাড্ডাকে। শুক্রবার উত্তরাখণ্ডের বাজপুরের বাড়ি থেকে দিল্লি পুলিশের একটি দল গ্রেফতার করে নামধারীকে। পুলিশের দাবি, জেরায় নামধারী স্বীকার করেছেন, নিজের বন্দুক থেকে হরদীপকে লক্ষ্য করে গুলি করেছিলেন তিনি। খুনের পর ছত্তরপুর খামারবাড়িতে লুঠপাটের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন বলে পুলিশের সন্দেহ। নামধারীর বিরুদ্ধে অভিযোগ এই অবশ্য প্রথম নয়। উত্তরাখণ্ডে তাঁর বিরুদ্ধে খুন-সহ অন্তত ১৪টি মামলা হয়েছে বলে আজ জানিয়েছেন পুলিশের এক কর্তা। গত শনিবার সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দক্ষিণ দিল্লির ছত্তরপুরের খামারবাড়িতে খুন হন পন্টি ও হরদীপ চাড্ডা।

ডিমা হাসাওয়ে জঙ্গি হামলায় পুলিশ নিহত
কিছুদিন স্বাভাবিক থাকার পর ফের জঙ্গি তাণ্ডব শুরু হয়েছে ডিমা হাসাওয়ে। বুধবার নিহত হয়েছিলেন এক সেনা জওয়ান। তিন দিন পর আজ ফের এক জঙ্গি হামলায় মৃত্যু ঘটল রাজ্য পুলিশের রাইডিং স্কোয়াডের এক কনস্টেবলের। ঘটনাস্থলেই নিহত হন। ডিমা হাসাওয়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে আটটায় নিম্ন হাফলংয়ে নিয়ম মাফিক টহল দিচ্ছিলেন রাইডিং স্কোয়াডের চার পুলিশকর্মী। লংকুপ বস্তি এলাকায় আচমকাই অজ্ঞাতপরিচয় সশস্ত্র কয়েকজন এ কে-৪৭ রাইফেল থেকে তাঁদের উপরে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন পুলিশকর্মীরাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মারা যান লোহিত নাথ (৩৭) নামে এক কনেস্টবল। হামলাকারীরা পরে গুলি চালাতে চালাতে জঙ্গলে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় মৃত ৩
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজ দুপুরে ধানবাদে মোটরবাইক আরোহী তিনজন যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল ধানবাদের গোবিন্দপুর থানা এলাকার জিটি রোডের কামাডির মোড়। পুলিশ জানিয়েছে, বাসের ধাক্কায় বাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনজন। তাঁদের নাম: নীরজ কুমার, অমিত কুমার, এবং বিকি কুমার। তিনজনের বয়স ১৮ থেকে ২২-এর মধ্যে। তিনজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকলেও তারা একই পরিবারের কি না, তা পুলিশ জানাতে পারেনি।

নামকরণ
দলের নাম ‘আম আদমি পার্টি’ রাখলেন অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার এই ঘোষণা করেন তিনি। ছবি: পি টি আই

নিহত জঙ্গি নেতা
জইশ-ই-মহম্মদের নেতা শোয়েব ওরফে ইয়াসির নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে। কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকায় ঘটনাটি ঘটে। রাত ১টার সময় খবর পেয়ে সোপোর পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস্-এর ২২ জন জওয়ান ছাতলোরা গ্রামটিকে ঘিরে ফেলে। ভোর ৪টে নাগাদ, জঙ্গিটি গুলি চালালে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়। তাতেই নিহত হয় সে।, ২০০৭ থেকেই সোপোর এলাকায় সক্রিয় ছিল সে।

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, মৃত ৩
বিহারে বেতিয়ায় প্রহরীবিহীন একটি লেভেল ক্রসিংয়ে আজ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেতিয়া জেলার মানুয়াপুল থানার মানবরহিত এলাকায়। মৃত ও জখমেরা সকলেই একটি মারুতি ভ্যানের যাত্রী। তাঁরা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

অসুস্থ গুজরাল
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল আশঙ্কাজনক অবস্থায় গুড়গাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি। ফুসফুসের সংক্রমণে অসুস্থ ছিলেন তিনি । শনিবার অবস্থার অবনতি ঘটলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়।

বাড়ি ভেঙে
একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ধংসস্তূপের মধ্যে বহু মানুষ এখনও চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

ভগতের সঙ্গে তুলনা কসাবের
ফের বিতর্কে জড়ালেন রামদেব। ২৬/১১-র মুম্বই হামলায় জড়িত আজমল কসাবের ফাঁসি নিয়ে সরকার পক্ষের গোপনীয়তা রক্ষার ঘটনাকে ভগৎ সিংহের ফাঁসির সঙ্গে তুলনা করলেন তিনি।

ভেঙে পড়ল মিগ
শনিবার ফের একটি মিগ-২১ বাইসন বিমান ভেঙে পড়ল। গুজরাতের নালিয়া বিমানঘাঁটির কাছে একটি জঙ্গলে। পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছেন।

বীর লাচিত দিবস উপলক্ষে উত্তর-পূর্বের নিজস্ব রীতিতে বানানো
খাদ্য সম্ভার। বাঁশের শিকে গেঁথে মাছ ও মাংসের পদ বানাচ্ছেন এক মহিলা।
গুয়াহাটির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: উজ্জ্বল দেব


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.