পার্ট ওয়ানের ফল বেরোবে মঙ্গলবার
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিমিউজ পার্ট ওয়ান (১+১+১ পদ্ধতিতে) পরীক্ষার ফল বেরোবে মঙ্গলবার, ২৭ নভেম্বর। ওই দিন বেলা ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সংশ্লিষ্ট কলেজের প্রতিনিধিদের গেজেট ও মার্কশিট দেওয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী। ওই দিনই আবার বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি জেনারেলের (১+১+১ পদ্ধতিতে) পুনমূর্ল্যায়নের ফল বেরোবে। তার গেজেট, মার্কশিটও একই সময়ে কলেজের প্রতিনিধিদের দেওয়া হবে। বিএ, বিএসসি পার্ট ওয়ান পরীক্ষার ফল ওই দিন বেলা ১টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস-এও জানা যাবে। যে সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এসএমএস মারফত ফল জানার জন্য CUUG-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬৯৬৯ নম্বরে।
|
কলকাতায় গত একশো বছরে নগরায়নের ইতিহাস নিয়ে বই প্রকাশের পরিকল্পনা করেছে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (কেআইটি)। শনিবার সংস্থার দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ কথা জানান কেআইটি-র অফিসার-অন স্পেশাল ডিউটি লিয়াকত আলি। তিনি জানান, কলকাতায় নগরায়নের ইতিহাস এবং তাতে কেআইটি-র ভূমিকা নিয়ে তথ্য সংগ্রহে একটি উচ্চপর্যায়ের কমিটি হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন ইতিহাসবিদ বরুণ দে। তিনি জানান, কয়েকটি খণ্ডে সংকলিত বইগুলিতে কলকাতায় নগরায়ন সম্পর্কিত পুরনো দলিল-দস্তাবেজ, কেআইটি আইন এবং শহরের মানচিত্র থাকবে। |