সুইডেনের সংস্থা আইকিয়াকে ভারতে শুধু একটি পণ্যের ব্র্যান্ডে বিনিয়োগ করতেই সায় দিয়েছে বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি)। আইকিয়ার ১০,৫০০ কোটি টাকার লগ্নি প্রস্তাবেও সেটাই চাওয়া হয়েছে। অনেক পণ্যের ব্যবসা নয়। জানালেন কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম। সম্প্রতি স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, ভারতে খাবার, পানীয়, বস্ত্র-সহ আইকিয়া-কে অন্য বেশ কিছু পণ্য বিক্রিতে অনুমোদন দেয়নি সরকার। ফলে না কি, এ দেশে সংস্থার প্রস্তাবিত লগ্নি নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকী অনুমোদনের বিষয়টি আইকিয়া ফের পর্যালোচনা করতে চেয়েছে বলেও জানায় তারা। এই জল্পনায় ইতি টানতেই এ দিন মায়ারাম বলেন, “এফআইপিবি-র অনুমোদনকে বুঝতে ভুল করা হয়েছে। এক পণ্যের ব্র্যান্ডের খুচরো ব্যবসা হিসেবেই সায় পেয়েছে বিশ্বের বৃহত্তম আসবাব তৈরির সংস্থাটির প্রস্তাব। তবে চাইলে তারা যে কোনও একটি পণ্যকেই ব্র্যান্ড করে বেচতে পারে।” আইকিয়ার লগ্নি প্রস্তাব এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়ের অপেক্ষায় রয়েছে।
|
আগামী ১ জানুয়ারি থেকেই আধার কার্ডের ভিত্তিতে ভর্তুকির টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া শুরু করতে চায় কেন্দ্র। একই ভাবে দিতে চায় পেনশন ও বৃত্তির টাকাও। অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, প্রথমে ১৫টি রাজ্যের ৫১টি জেলায় তা চালু হবে। লক্ষ্য ২০১৩-র মধ্যেই সারা দেশে ওই ব্যবস্থা চালু করা। |