বিরল প্রজাতির একটি মদনটাক পাখিকে উদ্ধার করল বন দফতর। শুক্রবার হিলি সীমান্তের খারুণের মফিজুদ্দিন মিঁয়ার বাড়ি থেকে সেটি উদ্ধার হয়। বালুরঘাটের বিট অফিসার আব্দুর রেজ্জাক বলেন, “বিরল প্রজাতির ওই পাখিটি উড়ে যাওয়ার সময় অসুস্থতার কারণে খারুণে একটি ঝোপে পড়ে যায়।” পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা মফিজুদ্দিন মিয়াঁর বাড়ি থেকে পাখি উদ্ধার করে রায়গঞ্জের কুলিক ফরেস্টে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
|
জোড় হাত করা জনপ্রতিনিধিদের ছবি ছাপানো শারদ শুভেচ্ছার ব্যানারের ওপর এসে পড়েছে। কালীপুজোর থিমের হোর্ডিং। ছট পুজোর শুভেচ্ছার চকচকে ফ্লেক্সের পেছন থেকে উঁকি দিচ্ছে দীপাবলির ছাড়ের বিজ্ঞাপনের ব্যানার। কোনও কোনও ব্যানার আবার এক দিকে ছিঁড়ে বেখাপ্পা ঝুলে রয়েছে। হোর্ডিং হেলে পড়েছে বহুতলের ছাদে। গত কয়েকদিনে এটাই ছিল কদমতলা মোড়ের ছবি। শুক্রবার থেকে এই ধরনের ব্যানার, হোর্ডিং খুলতে শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। পুজো পর্ব মিটতেই হোর্ডিং খোলানোর সিদ্ধান্ত নিয়েছিল জলপাইগুড়ি পুরসভা। সেই মতো, শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পুরসভার দৃশ্য দূষণ বিরোধী অভিযান শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “পুজোর পরে হোর্ডিং না সরানোয় দৃশ্যদূষণ হয়। তাই অভিযান চালানো হচ্ছে।”
|
শামুকতলা থানার মধ্য শিবকাটার কামারপাড়া গ্রামে বেগুন খেত পাহারা দেওয়ার সময়ে এক বুনো দাঁতালের হামলায় মৃত্যু হয়েছে সুভাষ সরকার (৩১) নামে এক কৃষকের। ওই কৃষকের বুকে দাঁত ঢুকিয়ে অন্তত ২০০ ফুট দুরে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মারে এক দাঁতাল। পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের রেঞ্জ অফিসার ভবেন বসুমাতা জানিয়েছেন, এদিন একটি দলছুট বুনো দাঁতাল উত্তর শিবকাটা গ্রামে ঢুকে বিমল মল্লিকের ৩০টি লাউ খেয়ে নেয়। গ্রামবাসীদের তাড়া খেয়ে দাঁতালটি সুভাষ সরকারের বেগুন খেতে হানা দেয়। সুভাষবাবু হাতি তাড়াতে গেলে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে।
|
চোরাশিকারিদের হাতে ফের মারা গেল একটি গন্ডার। ঘটনাস্থল কাজিরাঙার বুড়াপাহাড় রেঞ্জ। বন দফতর সূত্রে খবর, কাল রাতে কুকরাকাটা এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। তল্লাশি চালিয়ে আজ ভোরে মেলে একটি স্ত্রী গন্ডারের দেহ। খড়্গটি কাটা। পাশেই মেলে এ কে-৪৭ রাইফেলের খালি কার্তুজ। চলতিবছর এই নিয়ে ২৩ টি গন্ডার চোরাশিকারিদের হাতে প্রাণ হারাল। এ দিকে, কার্বি আংলং পুলিশের হাতে আজ গন্ডারের খড়্গ-সহ ধরা পড়ে এক কুকি চোরাশিকারি। গোহপুরেও আর এক চোরাশিকারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে আজ উদালগুড়ি জেলার পানেরি চা বাগানে নালায় পড়ে একটি হস্তিনির মৃত্যু হয়। |